সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার আকাঙ্ক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে চীন। কিন্তু দেশটি কি তার এই চেষ্টায় সফল হবে? এ ব্যাপারে লেখক এবং কর্নেল ইউনিভার্সিটির চীনা বিশেষজ্ঞ, জেসিকা চেন ওয়েইস বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং স্বপ্ন দেখছেন পুঁজিবাদ ধ্বংসের এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার।

তবে বিশ্বের প্রায় সব সমাজতান্ত্রিক রাষ্ট্রই ভেঙ্গে পড়েছে এবং চীনও ভবিষ্যতে ভেঙ্গে পড়তেই পারে। তাছাড়া চীনের অর্থনীতি এখন মার্কসবাদীর তুলনায় বেশি পুঁজিবাদী এবং বিশ্ব বাজারের উপর নির্ভরশীল।

চীন তার নিজের অবস্থান শক্তিশালী করতে নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলেছে, রাশিয়ার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে এবং নিজের মতো করে বিতর্কিত অংশগুলোকে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শি এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) যুক্তরাষ্ট্রকে ক্ষমতাচ্যুত করে চীনের অধীনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে চীন নিজ দেশে স্বৈরতান্ত্রিক শাসনই কায়েম করছে।

শি তার রাজনৈতিক ভাষণেই প্রায়ই চীনাদের বুঝাতে চেষ্টা করেন যে তারা সঠিক পথেই হাঁটছেন। তবে প্রত্যেক চীনা নাগরিকেরও বুঝা উচিত যে তারা আসলে কি করছেন এবং কোন পথে হাঁটছেন।

আরো পড়ুন: চলচ্চিত্র নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো জম্মু-কাশ্মির

স্বশাসিত অঞ্চল তাইওয়ানকে দখলের মাধ্যমে নিজের অধীনে আনার জন্য চীন যেকোন সময় যুদ্ধের ঘোষণা দিতে পারে বলে আশংকা যুক্তরাষ্ট্রের। তবে অনেক বিশেষজ্ঞের ধারণা চীন মোটেই এ কাজ করবে না, বরং চীন শান্তির পথ অবলম্বন করবে।

চীন যুদ্ধে হেরে যেতে পারে এবং তখন সে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার হতে পারে আশংকা রয়েছে।

তবে বর্তমানে অর্থনৈতিক মন্দা এবং জনসংখ্যা কমতির দরুণ চীন যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি পিছিয়ে পড়েছে। আর তাই যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার স্বপ্নটা তার জন্য এখন প্রায় অসম্ভবই বলতে গেলে।

সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিছিয়ে রয়েছে চীন। তবে যাই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিঃসন্দেহে চাপের মুখে রেখেছে চীন।

এম এইচ ডি/ আই. কে. জে/

বিশ্ব ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র চীন

খবরটি শেয়ার করুন