সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বৃক্ষমেলার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

বৃক্ষমেলা ১৫ জুলাই পর্যন্ত চলবে - ছবি: সংগৃহীত

সময় বাড়ল মাসব্যাপী বৃক্ষমেলার। ৩ দিন বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বৃক্ষমেলার প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম।

মাসব্যাপী বৃক্ষমেলা শেষ হওয়ার কথা ছিল ১২ জুলাই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠেই গত ৫ জুন থেকে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা।

আরো পড়ুন: বৃষ্টির সঙ্গে অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

এবারের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। মেলার বিভিন্ন স্টলে সারি সারি সাজানো রয়েছে বনজ, ফলদ, সবজি, ঔষধিসহ দেশি-বিদেশি নানান প্রজাতির গাছ। বিক্রি হচ্ছে চেনা-অচেনা ফুল ও ফলের গাছও। এ ছাড়া রয়েছে বনসাই ও ক্যাকটাসের মতো গাছ। নানা বয়সের বৃক্ষপ্রেমীরা আসছেন এ মেলায়। স্টল ঘুরে পছন্দের গাছ কিনছেন অনেকেই।

এম/


বৃক্ষমেলা সময় বাড়ল

খবরটি শেয়ার করুন