শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ ভিত্তিহীন: সাবেক পেন্টাগন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা ও আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন। ছবি : সংগৃহীত

হরদীপ সিং নিজ্জারের মৃত্যুকে কেন্দ্র করে চলমান ভারত-কানাডা কূটনৈতিক উত্তেজনার মধ্যে পেন্টাগনের একজন প্রাক্তন কর্মকর্তা ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কঠোর সমালোচনা করেছেন।

ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগের প্রতিক্রিয়াস্বরূপ পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা ও আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন বলেন ভারতের বিরুদ্ধে অভিযোগ করার মতো কোন ধরনের প্রমাণ কানাডার কাছে নেই।

ট্রুডো কোন ধরনের প্রমাণ ছাড়া এমন ভিত্তিহীন অভিযোগ কেন করেছেন এ প্রশ্নের উত্তর জানতে চেয়ে তিনি একজন অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য ট্রুডোর সমালোচনা করেন। রুবিন জানান ট্রুডো হয়তো আর বেশিদিন কানাডার শাসক হিসেবে থাকবেন না এবং তিনি চলে গেলেই কানাডার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনরায় ঠিক হতে পারে।

পেন্টাগনের প্রাক্তন এ কর্মকর্তা বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন কানাডা ও ভারতের মধ্যে যেকোন একটি দেশকে বেছে নিতে হয়, তবে তারা নির্দ্বিধায় ভারতকে বেছে নিবে। রাজনৈতিক কিছু সুবিধা লাভের জন্য বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে ঝামেলায় জড়ানোকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন না। 

অন্যদিকে কানাডার বিরোধী দলের নেতা পিয়েরে পোইলিভরে কানাডায় হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সাম্প্রতিক সময়ে হিন্দু নির্যাতনের ঘটনাগুলো প্রকাশ করে বলেন প্রত্যেক কানাডিয়ানেরই নির্ভয়ে এদেশে বেঁচে থাকার অধিকার রয়েছে, তবে বর্তমান প্রধানমন্ত্রী তাদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন।

তিনি আরো বলেন, পূর্বে চীন বারবার কানাডার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। এমনকি কানাডার দুইজন নাগরিককে জিম্মি করে রেখেছে। কিন্তু ট্রুডো এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপই গ্রহণ করেননি। 

গত সোমবার, ট্রুডো নিজ্জারের কথিত হত্যাকাণ্ডের জন্য ভারত সরকারের এজেন্টদের দায়ী করেন। এরপরই ভারত-কানাডা সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। ভারত ইতিমধ্যে এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভারত উলটো কানাডাকে খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করে।

ভারতের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী ভিত্তিহীন অভিযোগের প্রতিক্রিয়াস্বরূপ ভারত কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে দিয়েছে। নয়াদিল্লিতে কানাডিয়ান কূটনৈতিক কর্মীদের সংখ্যা কানাডায় ভারতীয় কূটনৈতিকদের চেয়ে বেশি উল্লেখ করে ভারত কানাডাকে কূটনৈতিক সদস্যদের কমাতে বলেছে।

এসকে/ এএম/ 

ভারত কানাডা নরেন্দ্র মোদি জাস্টিন ট্রুডো হরদীপ সিং পেন্টাগন

খবরটি শেয়ার করুন