সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভীড়ের মাঝে স্ত্রীর অপমান থেকে বাঁচুন ৫ কৌশলে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

সবার সামনে আপনাকে ছোট-বড় কথা বলে অপমান করেন নাকি স্ত্রী? তাহলে এই ৫ কৌশলেই তাঁর কাছ থেকে সম্মান আদায় করে নিন!

কিছু পুরুষের ভাগ্য একবারে বুড়িগঙ্গার মতো হয়। নামে গঙ্গা হলেও, এই নদীতে নোংরা-আবর্জনা ছাড়া আর কিছুই মিলবে না। তাই ভাগ্যের পরিহাসে তাদের প্রতিপদে পাকে পড়তে হয়। কপালের লিখনের ফেরে তাদের এমন মহিলার সঙ্গে চার হাত এক হয়ে যায় যারা ন্যূনতম সম্মানটুকুও করেন না! ফলে সবসময়ই জুটতে থাকে সীমাহীন লাঞ্ছনা।    

মুশকিল হল, পরিবারের সকলের সামনে, কিংবা অনুষ্ঠান বাড়িতে একগাদা লোকের সামনে যখন স্ত্রীর মুখ থেকে খারাপ শব্দ ধেয়ে আসে! তখন স্বামীর মুখটা একদম কাচুমাচু হয়ে যায়। তিনি বুঝতেই পারেন না যে এর প্রত্যুত্তরে ঠিক কী করবেন! বরং এই পরিসরে তার মনে জ্বলে ওঠে আগুনের ফুলকি যা কিনা পরবর্তী সময়ে সম্পর্ককে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়।

তাই সময় থাকতে থাকতে স্ত্রীর এমন অপমানজনক ব্যবহারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হব! তার কাছ থেকেই আদায় করে নিতে হবে প্রাপ্য সম্মান। তাহলেই কিন্তু সুখে, শান্তিতে সংসার করতে পারবেন।

ভাবছেন নিশ্চয়ই, কীভাবে এই দুরূহ কাজে আসবে সাফল্য? সেই উত্তর জানতে যে আপনাকে এই প্রতিবেদটি পড়তেই হবে। 


​১. কথা নয় নীরাবতায়-

​স্ত্রী সকলের সামনে আপনাকে অপমান করলে, এবার থেকে পুরো চুপ মেরে যান। তিনি নিজের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত তার সঙ্গে একটা কথাও বলবেন না। এই কাজটা করলেই তিনি একটা চরম শিক্ষা পাবেন। আর তারপর আপনার সঙ্গে এমনতর ব্যবহার করার আগে পাঁচবার ভাববেন। তাই সবার প্রথমে এই কৌশল অবশ্যই ব্যবহার করুন। আশা করছি, এতেই ফল পাবেন হাতেনাতে। 


​২. বুঝিয়ে বললেই হয়- 

​স্ত্রীর এমন আচরণ যে আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তা তাকে জানিয়েছেন কি? উত্তর না হলে, আজই রাতে ফিরে তার সঙ্গে এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনায় বসে পড়ুন। তাকে বুঝিয়ে বলুন, যে তার এহেন আচরণে আপনার জীবনে নেমে এসেছে অন্ধকার। আপনি সবসময় হীনমন্যতায় ভুগছেন। আশা করছি, এইসব বিষয়গুলি তাকে নিজের মতো করে বুঝিয়ে উঠতে পারলেই তিনি আর এমন আচরণ করবেন না। 


​৩. তাহলে ধমক দিন-

এতদিন স্ত্রীর সব অপমান মুখ বুঁজে সহ্য করে আসার ফলেই তিনি ধরাকে সড়া ভাবতে শুরু করেছেন। তবে এবার সময় এসেছে তার ভুল ভেঙে দেওয়ার। তাই এরপর যখনই স্ত্রী আপনাকে অপমানজনক কোনও কথা বলবেন, ঠিক তখনই তার বিরুদ্ধে আওয়াজ তুলুন। তাকে বুঝিয়ে দিন যে আপনি আর তার অভব্য আচরণ মেনে নেবেন না। এতেই দেখবেন কাজ হবে। আপনার এমন উত্তেজিত আচরণ দেখেই তিনি নিজেকে বদলে ফেললেও ফেলতে পারেন!  


​৪. পাত্তাই দেবেন না​- 

এরপর থেকে স্ত্রী সকলের সামনে অহেতুক খারাপ কথা শোনলে তার কথায় কোনও পাত্তাই দেবন না। বরং অন্যদিকে মুখ করে নিজের মতো করে মোবাইল ঘেঁটে যান বা অন্য কাজ করুন। এতেই দেখবেন খেলা ঘুরে গিয়েছে। একা একা বকতে বকতে তিনি নিজে থেকেই ক্লান্ত হয়ে শান্ত হয়ে যাবেন। আর তার কাছে এই বার্তাও যাবে যে, আপনি তার কথায় আর কোনও পাত্তাই দিচ্ছেন না। ফলে তার আচরণে বদল আসলেও আসতে পারে। 

​৫. বিশেষজ্ঞের পরামর্শ নিন​- 

অনেক মহিলার ব্যক্তিত্বের সমস্যা থাকে। তাই তারা অন্যদের সম্মান দিতে পারেন না। এমনকী তারা নিজের বাবা-মাকেও অসম্মান করতে পিছপা হন না। আর মনে রাখবেন, এমন মানসিকতা যুক্ত মহিলার আচার-আচরণ বদলে ফেলা আপনার কাম্য নয়। বরং এই পরিস্থিতিতে তাকে বুঝিয়ে শুনিয়ে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। তিনিই আপনার স্ত্রীর মানসিক অবস্থা বুঝে সঠিক পরামর্শ দিতে পারবেন। তাই শুভ কাজে আর দেরি কেন! 

এসকে/  

স্বামী-স্ত্রী

খবরটি শেয়ার করুন