শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের মাঠে ৬৫৩ বিচারিক হাকিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধের বিচার সম্পন্ন করতে শুক্রবার (৫ই জানুয়ারি) থেকে মাঠে নেমেছেন ৬৫৩ বিচারিক হাকিম। তারা ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সব অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তারা।

আরও পড়ুন: সুষ্ঠু ভোটের অঙ্গীকার: কমনওয়েলথ পর্যবেক্ষকদের আওয়ামী লীগ

তিনি বলেন, এই দণ্ডগুলো একটু বেশি, তিন থেকে সাত বছর আছে।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিচারিক হাকিম ভোটের মাঠ

খবরটি শেয়ার করুন