বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অর্ধেক শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম *** অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা *** চাকরিতে প্রহসনমূলক আবেদন ফি বাতিলের আহ্বান হাসনাতের *** ফোনালাপে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার *** ইরানে হিজাব পরা নিয়ে নারীদের ‘বিরক্ত’ করবে না পুলিশ *** সৌ‌দির জেদ্দায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু *** আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ *** ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব *** অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ *** সাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

মশা নিধনে এবার র‍্যাট নামাচ্ছে ঢাকা উত্তর সিটি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ ঠেকানোর চেষ্টায় এডিস মশা নিয়ন্ত্রণে এবার র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট) গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

এ সিটির ১০টি অঞ্চলে একটি করে টিম কাজ করবে বলে সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, আঞ্চলিক পর্যায়ে ডেঙ্গু মোকাবেলা কার্যক্রম পরিচালনার জন্য এই র‌্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই দলে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, মশক সুপারভাইজার এবং মশক কর্মীরা থাকবে।

সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও হাসপাতাল এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করবে র‌্যাট। লার্ভা ধংস, নোটিস দেওয়া, সতর্ক করা, জরিমানা আদায় এবং মামলা করতে পারবে এই দল।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়ির ৪০০ গজের মধ্যে মশক নিধন কার্যক্রম চালাবে র‌্যাপিড অ্যাকশন টিম।

আরো পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি: স্বাস্থ্যের ডিজি

এর আগে ডেঙ্গু মোকাবিলায় মঙ্গলবার প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স গঠন করে ঢাকা উত্তর সিটি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডের এই কমিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর থাকবেন যুগ্ম আহ্বায়ক হিসেবে।

এছাড়া সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় ‘গণমান্য’ ব্যক্তি, পরিচ্ছন্নতা পরিদর্শক, মশক সুপাইভাইজাররা সদস্য এবং ওয়ার্ডের সচিব কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন। তারা মশা নিয়ন্ত্রণে নানা ধরনের কার্যক্রম চালাবেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ইতোমধ্যে ৪০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২১৫ জনের।

আক্রান্তদের মধ্যে জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৩৬৩ জন। এ সময় ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা কমাতে না পারলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমবে না। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতেও চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তর।

এসি/ আইকেজে 

ঢাকা উত্তর সিটি

খবরটি শেয়ার করুন