বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর চকবাজারে মাইকিং করে ৮৫ টাকা কেজিদরে দেশি পেঁয়াজ বিক্রি করা হয়েছে।  

বুধবার (১৩ই ডিসেম্বর) দুপুর থেকে এ দামে পেঁয়াজ বিক্রি শুরু হলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা।

গত কয়েক দিন ধরে ১৮০ থেকে ২০০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল। হঠাৎ ৮৫ টাকায় কিনতে পেরে খুশি ক্রেতা। একেকজন কিনছেনও চার-পাঁচ কেজি করে।

এক ক্রেতা বলেন, হঠাৎ করেই ২০০ টাকা হওয়ায় বিপাকে পড়েছিলাম। আজ ৮৫ টাকা করে বিক্রি হচ্ছে তাই পাঁচ কেজি কিনেছি।

গত কয়েক দিন ধরে কুমিল্লায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজিদরে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির খবর গণমাধ্যমে এলে নড়েচড়ে বসে কুমিল্লা জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। এরপর জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। অনুষ্ঠিত মিটিংয়ে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।

এরপর বুধবার (১৩ই ডিসেম্বর) সকালে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অভিযান শুরু হয়। অভিযান শেষ হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর পাইকারি বাজার বলে পরিচিত চকবাজারের ব্যবসায়ীরা মাইকিং করে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেন।

ওআ/


পেঁয়াজ

খবরটি শেয়ার করুন