সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

বরাবর,

            মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা,

            দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা 

বিষয়: শারদীয় দুর্গোৎসব উদযাপনে সহায়তার জন্য সরকার ও দেশের সর্বস্তরের প্রশাসন ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 

মাননীয় প্রধানমন্ত্রী,

যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপনে আপনার সরকার, সর্বস্তরের প্রশাসন ও দেশবাসী আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের দেশের সর্বস্তরের মানুষ খুবই ভালো। হাতে গোনা দু-চারজন পাগল ও হিংসা পরায়ণ মানুষ দেশে ব্যতিক্রমী ঘটনার সূত্রপাত করার চেষ্টা করে। কিন্তু অধিকাংশ ভালো মানুষের কারণে পেরে উঠে না।  

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িতার শেষ পেরেকটি মেরেছে এ দেশের মানুষ। বিশ্বের যে কোনও দেশের তুলনায় আমরা শান্তিতে আছি। মাঝে মাঝেই নিজে নিজে গান করি ‘জন্ম আমার ধন্য আমি জন্মেছি এই দেশে।’ 

বাংলাদেশ আমাদের জন্মভূমি। ‘জননী জন্মভূমিশ স্বর্গাদপি গরিয়সি’ (জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও উত্তম)। দেশকে ভালোবেসে দেশকে শত্রুমুক্ত করতে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছি।   

আমাদের (সনাতন ধর্মাবলম্বী) শ্রী শ্রী দুর্গাপূজায় আপনার সরকার, দেশের সর্বস্তরের প্রশাসক ও সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এ জন্য এ দেশের সনাতন ধর্মবলম্বীদের সকলের পক্ষ থেকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

                                                                                      —— নিবেদক 

                                                                         বীর মুক্তিযোদ্ধা, দেবেন্দ্র চন্দ্র সান্যাল

                                                  গ্রাম ও ডাকঘর: রতনকান্দি, ইউনিয়ন: হাবিবুল্লাহ নগর 

                                                             উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ      

আরো পড়ুন : নতুন প্রজন্মের কাছে এক বীর মুক্তিযোদ্ধার খোলা চিঠি

এস/ আই. কে. জে/                                             

     

চিঠি মাননীয় প্রধানমন্ত্রী

খবরটি শেয়ার করুন