সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মিজোরাম থেকে দেশে ফিরল ১৫১ মিয়ানমার সেনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া ১৫১ জন সেনাকে ফিরিয়ে নিয়েছে মিয়ানমার। তারা গত সপ্তাহে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠির দ্বারা তাদের শিবিরগুলো দখল করার পর মিজোরামে পালিয়ে যান।

মঙ্গলবার (২রা জানুয়ারি) তাদের মিয়ানমারের সামরিক উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনা হয়। সেনাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণ করে। পুরো ব্যবস্থাটি নয়াদিল্লির তত্ত্বাবধানে ছিল। উড়োজাহাজটি মিয়ানমারের মান্দাল থেকে যাত্রা করে এবং মিজোরামে অবতরণ করে পরে ১৫১ জন সেনাকে প্রতিবেশী দেশ থেকে দুটি উড়োজাহাজ নিয়ে যায়।

আরো পড়ুন: এবার নিলামে দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়ি

গত ২৯শে ডিসেম্বর গণতন্ত্রপন্থি একটি সশস্ত্র গোষ্ঠির আক্রমণে মিয়ানমারের ১৫১ জন সেনা ‘তাতমাদও’ নামেও পরিচিত একটি ক্যাম্প থেকে পালিয়ে যায় এবং তারা অস্ত্র নিয়ে মিজোরামের লংটলাই জেলায় প্রবেশ করে।

ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় বন্দুক যুদ্ধে গুরুতর আহত সেনাদের আসাম রাইফেলস চিকিৎসা প্রদান করে। তারা লংটলাইয়ের পারভাতে আসাম রাইফেলসের আশ্রয়ে ছিলেন।

সূত্র:এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/

মিজোরাম প্রত্যাবর্তন আশ্রয় মিয়ানমার সেনা

খবরটি শেয়ার করুন