শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মেসির বিপক্ষে খেলাটা সম্মানের: প্রতিপক্ষের কোচ কার্টিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফিলাডেলফিয়ার বিপক্ষে ১৬ আগস্ট খেলবে মেসিরা। আর মাত্র ৩ দিন বাকি। এরই মাঝে দলটির কোচ জিম কার্টিন বলেছেন, মেসির বিপক্ষে খেলাটা সম্মানের। একই সাথে কার্টিন মেসিদের বিপক্ষে সেরাটা দেওয়ার চেষ্টার কথা বলেছেন। 

মায়ামিতে মেসি এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১ গোল। ৫ ম্যাচের মধ্যে প্রথম ও পঞ্চম ম্যাচে করেছেন ১টি করে গোল। মাঝে ৩ ম্যাচেই করেছেন জোড়া গোল। সবচেয়ে বড় বিষয় গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগস কাপের প্রথম ৫ ম্যাচে গোল করা মেসি সেমিফাইনালেও যে দুর্দান্ত কিছু করতে চান, সেটা শার্লটের বিপক্ষে জেতার পর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনেই স্পষ্ট। সেখানে মেসি লিখেছেন, ‘সেমিফাইনালে পৌঁছে গেছি। সেমিফাইনালে আমাদের দলের জন্য ভালো সময় আসছে।’

সেমিফাইনালের আগে ফিলাডেলফিয়ার কোচ বলেছেন, ‘মেসির বিপক্ষে খেলাটা সম্মানের। তবে যখন খেলাটা শুরু হবে, আমি জানি, আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেবে, কে মাঠে আছে, সেটা বিষয় নয়। যদি মেসি, বুসকেতস ও আলবা মাঠে থাকে, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রেখে নিজেদের কৌশলে খেলতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘মেসি, আলবা ও বুসকেতসের একে অপরকে খুব ভালো বোঝে। মনে হয় যেন তাদের নিজেদের মধ্যে স্বতন্ত্র একটা খেলা চলে। তারা জানে মেসিকে কখন বল দিতে হয়, কোথায় দিতে হয়। এটা দেখাটাই মজার।’

সর্বকালের সেরা কে এই প্রশ্নে যত বিতর্কই থাকুক না কেন, জিম কার্টিনের চোখে মেসিই সর্বকালের সেরা। তিনি বলেছেন, ‘মেসিই সর্বকালের সেরা।’ 

এদিকে সুবারু পার্ক সবচেয়ে বেশি হইচইয়ের এক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন কার্টিন। 

এম.এস.এইচ/

লিওনেল মেসি ইন্টার মায়ামি

খবরটি শেয়ার করুন