সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ‘অপারেশন হিল সাইড’ অভিযান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় ‘অপারেশন হিল সাইড’ অভিযান চালিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ অভিযানে জঙ্গি সন্দেহে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়। 

শনিবার (১২ আগস্ট) ভোরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান। গতকাল শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।

এব্যাপারে স্থানীয় বাসিন্দা ইয়াকূব আলী জানান, প্রায় এক মাস আগে ওই টিলায় প্রায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। তাঁরা এই এলাকায় অপরিচিত।

এব্যাপারে কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম বলেন, “পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময়  জঙ্গি সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।”

এব্যাপারে পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “কুলাউড়া থানায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”  

অভিযান

খবরটি শেয়ার করুন