বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে ভোটের সম্ভাবনা কাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির দাবিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে পারে। এদিকে গাজায় অবিলম্বে ও বাধাবিহীনভাবে চিকিৎসক ও মানবিক সাহায্য প্রবেশের অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছে সংস্থাটি। সম্প্রতি নির্বাহী বোর্ডের এক বিশেষ সভায় এই আহবান জানানো হয়। খবর আল জাজিরা ও রয়টার্সের। 

গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে মঙ্গলবার একটি খসড়া প্রস্তাবে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবিতে যুক্তরাষ্ট্র গত শুক্রবার ভেটো দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মিশর এবং মৌরিতানিয়া ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’ রেজুলেশন ৩৭৭ আহ্বান করার পরে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এইচআই/ আই.কে.জে

ভোট গাজা সাধারণ পরিষদ

খবরটি শেয়ার করুন