সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধের অস্বস্তির মধ্যেই পোল্যান্ডে নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৬ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে অস্বস্তিতে থাকার মধ্যেই সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, ১৫ অক্টোবর দেশটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  

ইউক্রেন যুদ্ধ নিয়ে অস্বস্তিতে আছে সীমান্তবর্তী দেশ পোল্যান্ড। আর এরই মাঝে এমন এক সময়ের মধ্য নির্বাচনের ঘোষণা দিলেন পোলিশ প্রেসিডেন্ট যখন পূর্ব সীমান্তে বেলারুলে ওয়াগনার যোদ্ধাদের আনাগোনা উদ্বেগ বাড়াচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ন্যাটোর খারাপ সম্পর্ক যাচ্ছে।

দুই কক্ষ বিশিষ্ট পোলিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ সেজম ও নিম্ন কক্ষ সিনেট। পার্লামেন্টের মেয়াদ চার বছর।  প্রেসিডেন্ট দুদা ক্ষমতাসীন জাতীয়তাবাদী আইন ও বিচার (পিআইএস) দলের সঙ্গে জোটবদ্ধ। ২০১৫ সাল থেকে ক্ষমতায় আছে দলটি। পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিলের সাবেক সভাপতি ডোনাল্ড টাস্কের নেতৃত্বে থাকা লিবারেল সিভিক প্ল্যাটফর্ম (পিও) তাদের বড় প্রতিপক্ষ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১৫ এবং ২০১৯ সালের মতো এবারও জয় পাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও পিআইএস একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। তখন তারা উগ্র-ডান কনফেডারেশন পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এম.এস.এইচ/

নির্বাচন ইউক্রেন পোল্যান্ড

খবরটি শেয়ার করুন