সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির বৈধতা নিয়ে রিটকারীর জরিমানার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

আইনজীবী এম এ আজিজ খান

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ এবং রিটকারীকে এক লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। একই সাথে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে দুই সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

বুধবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় প্রকাশ করে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী এম এ আজিজ খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ১৮ মে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে রিটকারি আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করে আদালত। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন এম এ আজিজ খান। 

এম.এস.এইচ/  আই.কে.জে

আদালত আপিল বিভাগ

খবরটি শেয়ার করুন