শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ

রিয়ালকে উড়িয়ে যে বার্তা দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

রিয়াল-বার্সার প্রীতি ম্যাচের একটি দৃশ্য - ছবি: টুইটার থেকে নেওয়া

প্রাক্–মৌসুম প্রস্তুতির ম্যাচ হলেও এল ক্লাসিকো মানেই উত্তাপ ও রোমাঞ্চ। যেকোনো পর্যায়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই নিয়ে সমর্থকদের আগ্রহও থাকে তুঙ্গে। গতকাল রাতেও রিয়াল-বার্সার সমর্থকদের চোখ ছিল টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে। যে লড়াইয়ে শেষ হাসি হেসেছে বার্সেলোনা সমর্থকেরাই। দারুণ খেলে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান পরাশক্তিরা। এ জয় দিয়ে যুক্তরাষ্ট্রের মাঠে রিয়ালের বিপক্ষে নিজেদের দাপটও ধরে রাখল বার্সা। এই পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে তারা।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের এটি এন্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৫ মিনিটে প্রথম লিড নেয় বার্সা। ম্যাচে দলটির আক্রমণভাগে সেরা ফুটবল উপহার দেওয়া উসমান ডেম্বেলে ডান প্রান্ত থেকে দারুণ শটে ওই গোল করেন। 

চার মিনিট পরই ওই গোল শোধ করার সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু  পেনাল্টি উপহার পেয়েও গোল করতে পারেননি দলটির তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ক্রস বারে শট মেরে সুযোগ হারান তিনি। বেনজেমার অনুপস্থিতে পেনাল্টি নেবেন কে ওই প্রশ্নে কোচের চিন্তা বাড়ান। 

পুরো ম্যাচে রিয়ালের জন্য ক্রসবার 'অভিশাপ' হয়ে দাঁড়িয়েছিল। চুয়ামেনি এবং ভিনির নেওয়া আরও একটি করে শট ক্রসবারে লেগে ফিরে আসায় গোল বঞ্চিত থাকে কার্লো আনচেলত্তির দল। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩০ জুলাই ২০২৩)

সুযোগ নিয়ে ম্যাচের শেষ দিকে আরও দুই গোল করে কাতালানরা। ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন তরুণ মিডফিল্ডার ফারলিন লোপেজ মার্টিন। বক্সের বাহির থেকে জোরের ওপর শট নিয়ে গোল করেন এই তরুণ। যার মধ্যে সের্গিও বুসকেটস নিজে বার্সা একাডেমির মধ্যে তার উত্তরসূরীর ছাঁয়া দেখেন। যোগ করা সময়ে ফেরান তোরেস গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এম/


রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এল ক্লাসিকো

খবরটি শেয়ার করুন