শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

লাসকে হারিয়ে লিগে পিএসজির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পার্ক দে প্রিন্সেসে লাসকে ৩-১ গোলে হারিয়ে লিগে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে পিএসজি। এ জয়ে অবশ্য কিলিয়ান এমবাপ্পের অবদান কম নয়। জোড়া গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। 

গত ম্যাচে এমবাপ্পেকে বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হয়েছিল। তবে কোচ লুইস এনরিকে বোধহয় বুঝতে পেরেছেন, এমবাপ্পের মতো খেলোয়াড়দের বদলি হিসেবে খেলানোটা সঠিক সিদ্ধান্ত নয়। আজ আর তাই সেই ভুল করেননি পিএসজি কোচ। পার্ক দে প্রিন্সেসে লাসের বিপক্ষে ম্যাচের প্রথম বাঁশি থেকেই তাই মাঠে দেখা গেল এমবাপ্পেকে।

ফরাসি ফরোয়ার্ড হতাশ করেননি কোচকে। করেছেন জোড়া গোল, খেলেছেন দারুণ। পিএসজি অবশ্য ম্যাচে এগিয়ে গিয়েছিল এমবাপ্পের দুই গোলের আগেই মার্কো আসেনসিওর গোলে। শেষ পর্যন্ত লাসের বিপক্ষে ম্যাচটা লুইস এনরিকের দল জিতেছে ৩-১ গোলে।

নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে পিএসজির এটাই প্রথম জয়। লাসের বিপক্ষে ড্রয়ের আগে এনরিকের দল লোরিয়াঁর বিপক্ষেও গোলশূন্য ড্র করে শুরু করেছিল মৌসুম। 

গত মৌসুমের রানার্স আপ লাস এই মৌসুমে এখনো জয়হীন, দুটি হারের সঙ্গে একটি ড্র। আজ বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে অতিথি হয়ে গিয়ে অবশ্য খুব খারাপ খেলেনি লাস। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা পিএসজি পেরেছে।  ম্যাচটা লাসের হাত থেকে বেরিয়ে গিয়েছিল পিএসজির দ্বিতীয় গোলের পরই। তবে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটা করে এমবাপ্পে লাসের সব আশা শেষ করে দেন। 

এম.এস.এইচ/ 

পিএসজি কিলিয়ান এমবাপ্পে লাস

খবরটি শেয়ার করুন