শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ৩ হাজার ৯০০ কোটি ডলারের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে। সংশোধিত ইনকাম-ড্রিভেন রিপেমেন্ট (আইডিআর) পরিকল্পনার আওতায় ৮ লাখ ৪,০০০ জনের বেশি ঋণগ্রহীতার জন্য ঋণ মওকুফ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।

শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ মওকুফের বাইডেনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আটকে দেওয়ার কয়েক সপ্তাহ পর এই ঘোষণা এল। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ঋণগ্রহীতারা ২০ কিংবা ২৫ বছর ধরে মাসিক আইডিআর পেমেন্ট দিয়ে থাকলে ঋণ মওকুফ পাবেন। আইডিআর কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ঋণগ্রহীতাদের কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে তা নির্ধারণ করে দেওয়া হয় এবং তাদের জন্য নির্ধারিত বছরের পর বাকি অর্থ মওকুফও করা হয়।

যুক্তরাষ্ট্র সরকার প্রথম ২০২২ সালের এপ্রিলে আইডিআর পরিকল্পনায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল। একজন শিক্ষার্থীকে ঋণের ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করার পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু সুপ্রিম কোর্ট গতমাসে এ সিদ্ধান্ত আটকে দেয়। আদালতের রায় ঘোষণার পরই বাইডেন শিক্ষার্থীদের ঋণ মওকুফ করার ভিন্ন উপায় খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, “আজকের সিদ্ধান্ত একটি পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা অরেক পথে যাব।”

আরো পড়ুন: পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গঠন করে নির্বাচন করবো: ইমরান খান

বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ঋণ মওকুফে কয়েক দফায় পদক্ষেপ নিয়েছেন। গতবছর বিশ্ববিদ্যালয়ের প্রতারণার শিকার হওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়া ২ লাখ ঋণগ্রহীতার ঋণ মওকুফ করেছিলেন তিনি।

এম/


বাইডেন প্রেসিডেন্ট

খবরটি শেয়ার করুন