শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার বেইলী রোডে বাতিঘরের নাটক ‘মাংকি ট্রায়াল’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

বাতিঘরের নাটক ‘মাংকি ট্রায়াল’ - ছবি: সংগৃহীত

কখনও বা যুক্তির জবাবে পাল্টা যুক্তির পরিবর্তে নেমে আসে প্রতিবন্ধকতা। যুক্তিকে পাশ কাটিয়ে দাঁড়িয়ে যায় অযৌক্তিক বিশ্বাস। থমকে যায় মত প্রকাশের স্বাধীনতা। ক্ষতবিক্ষত হয় ভিন্নমত। খর্ব হয় মুক্তচিন্তার প্রকাশ। রুদ্ধ হয় মৌলিক অধিকার। মুক্তচিন্তার প্রকাশের সেই প্রতিবন্ধকতার চিত্র মেলে ধরা নাটক মাংকি ট্রায়াল। আলোচিত এই প্রযোজনাটি মঞ্চে এনেছে নাট্যদল বাতিঘর।

নাট্যদল ‘বাতিঘর’-এর ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। ইতোমধ্যেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে নাটকটি। হয়ে গেছে  ১৫টি প্রদর্শনীও। জেরম লরেন্সন ও রবার্ট এডউইন লি-এর মূল গল্প অবলম্বনে এ নাটকের মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।


- ছবি: সংগৃহীত

‘মাংকি ট্রায়াল’ -এর  ১৬তম প্রদর্শনী আগামী শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

‘মাংকি ট্রায়াল’-এর গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস্ মাংকি ট্রায়াল’-এর সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। ১৯২৫ সালে আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস-এর উপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই. কে. হর্নবেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে।


বাতিঘরের নাটক ‘মাংকি ট্রায়াল’ - ছবি: সংগৃহীত

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে।

আসুন দেখুন আর মিলিয়ে নিন, ১০০ বছরে আমরা কতটা পেছালাম!

 ‘মাংকি ট্রায়াল’ নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, জর্জ দীপ্ত, রুম্মান শারু, ইয়াসির আরাফাত, ফয়সাল মাহমুদ, রাজু আহমেদ, আহসান, উম্মে হাবিবা, শৈবাল, নাদিয়া জান্নাত, তাস্বিন, জুবি সহ বাতিঘরের নাট্যকর্মীরা। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় রহমান মুফিজ, মঞ্চ ব্যবস্থাপনায় ফয়সাল মাহমুদ, সংগীতে সাদ্দাম রহমান ও মুহাইমিন অঞ্জন, কোরিওগ্রাফিতে শিশির সরকার ও মৃধা অয়োমী, পোশাক পরিকল্পনায় শাহানা জয় ও রুম্মান শারু, পোস্টার- আল মামুন খোকন, প্রযোজনা অধিকর্তা- শাহানা জয় এবং সৃজনশীল নির্দেশনায় খালিদ হাসান রুমি।


বাতিঘরের নাটক ‘মাংকি ট্রায়াল’ - ছবি: সংগৃহীত

অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুন: 01316090416 / 01993663617 । টিকিট মূল্যঃ ৫০০/৩০০/২০০ টাকা, অনলাইনে টিকিট কেনার লিঙ্ক: batighartheatre.com/monkeytrial-tickets.php। বিস্তারিত জানতে লিংকে ভিজিট করুন (মাংকি ট্রায়াল): batighartheatre.com/monkeytrial.php

আরো পড়ুন:আরশিনগর ঢাকা’র নতুন মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’ আসছে আজ

দেশের তরুণদীপ্ত ও সম্ভাবনাময় নাটকের দল ‘বাতিঘর’ এর আগেও অলিখিত উপাখ্যান, ঊর্নাজাল, হিমুর কল্পিত ডায়েরীসহ বেশ কিছু মঞ্চনাটক দর্শকদের উপহার দিয়েছে। সম্প্রতি নাট্যদল বাতিঘরের নতুন পরিবেশনা " ভগবান পালিয়ে গেছে " নাটকটিও দর্শক মহলে ব্যপক প্রশংসিত হয়েছে।

এম/


বাতিঘর মাংকি ট্রায়াল বেইলী রোড

খবরটি শেয়ার করুন