বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

শেষ হলো মৃত পশুর নদীর খনন কাজ, জলাবদ্ধতা থেকে মুক্ত ৯ গ্রাম

জেলা প্রতিনিধি, বাগেরহাট

🕒 প্রকাশ: ০৫:৪৬ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মৃত পশুর নদী খনন শেষ। সাতটি সংযোগ খালখননও শেষ পর্যায়ে। ইতোমধ্যেই জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে ফকিরহাটের ৯টি গ্রাম। ধান ও সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদনে সুফল পেতে শুরু করেছেন গ্রামগুলোর লক্ষাধিক বাসিন্দা। আপন রূপে ফিরেছে প্রকৃতিও।

আশির দশকে বাগেরহাটের বিভিন্ন খাল ও নদী খনন করা হয়েছিল। তবে নানা অবৈধ স্থাপনা তৈরি, দখল বাণিজ্য ও অপরিকল্পিত মাছ চাষে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ ও ভরাট হয়ে যায় খালগুলো। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন না হওয়ায় জীবনযাপনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শুকনো মৌসুমে ছিল সেচ ও পানি সংকটসহ নানা দুর্ভোগও।

টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মরাপশুর নদীর প্রায় ২০ কিলোমিটার খনন শেষ করেছে এলজিইডি। এর সুফল পেতে শুরু করেছেন বোরোধান চাষি ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, জলাবদ্ধতা ছিল, কোনও ফসলাদিও হতো না।

এখনও চলছে সংযোগ খালগুলোর খননকাজ। এতে হাত লাগিয়েছেন কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ৫ শতাধিক উপকারভোগীও।

বাগেরহাট এলজিইডি বিভাগের সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম মেহেদী বলেন, “২০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ হচ্ছে। ইতিমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। এপ্রিলেই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, “জলাবদ্ধতা যেন হ্রাস হয়, পাশাপাশি এই খালে যে পানি থাকবে তা দিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।”

দুই কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নদী ও খালখনন কাজ শেষে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও অর্থনৈতিক সমৃদ্ধিতে আশাবাদী স্থানীয়রা।

মৃতনদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন