সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শ্রম আইনের কিছু ধারার স্পষ্টীকরণ চেয়েছে আইএলও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শ্রমিকদের ধর্মঘট পালন ও শ্রম আদালতের ক্ষমতা বাড়ানোসহ প্রস্তাবিত আইনের আরও কিছু ধারার স্পষ্টীকরণ চেয়েছে আইএলও। মঙ্গলবার (১৭ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের বৈঠক এ বিষয়ে জানায় তারা।

বৈঠকে অংশ নেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর টোমো পোতিয়েইনেন, আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, আইএলওর প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার চায়ানিক থামপারিপাট্রা, আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম, আইএলওর প্রোগ্রাম অফিসার চৌধুরী আলবাব কাদির।

সচিবালয়ে আইএলও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আগামী ২২ অক্টোবর তাদের সঙ্গে পুনরায় বৈঠক করবেন আইনমন্ত্রী। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, কেবিনেটে অনুমোদন হওয়া গ্রুপ অব কোম্পানির ট্রেড ইউনিয়ন ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা এবং সাধারণ প্রতিষ্ঠানের জন্য ২০ ও ১৫ শতাংশ করায় সন্তুষ্ট হয়েছে আইএলও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনকালীন কোনও সরকারের বিষয়ে সংবিধানে কোনও বাধ্যবাধকতা নেই। কেবিনেট ছোট হবে নাকি একই থাকবে, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যেমনটা চাইবেন, তেমনটাই হবে।

একে/

প্রস্তাবিত শ্রম আইন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)

খবরটি শেয়ার করুন