শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সংগঠিত অপরাধ, সহিংসতা ও চরমপন্থীদের আস্তানা কানাডা : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবিঃ সংগৃহীত

বিগত কিছুদিন ধরে খালিস্তানপন্থী নিজ্জারের কথিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা যাচ্ছে ভারত ও কানাডার মধ্যে। এ দ্বন্দ্বের মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবার কানাডায় ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে মুখ খুললেন।

সংগঠিত অপরাধ, সহিংসতা ও চরমপন্থীদের আস্তানা হয়ে উঠেছে কানাডা, বলে দাবি করেন জয়শঙ্কর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে বক্তব্য প্রদানকালে জয়শঙ্কর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারকে দেশে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে নীরবতা প্রদর্শনের দায়ে অভিযুক্ত করেন।

খালিস্তানপন্থী সন্ত্রাসবাদীদের ভারত বিরোধী কার্যক্রমের জন্য কানাডা সরকারকে দায়ী করেন তিনি।

ফাইভ আইসের ব্যাপারে জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য কোন উত্তর দেননি।

ফাইভ আইস হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিয়ে গঠিত গোয়েন্দা জোট।

নিজ্জারের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় সরকারের এজেন্টদের দায়ী করেন ট্রুডো। এ বিষয়ে তার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে তিনি দাবি করলেও, এখন পর্যন্ত তেমন কোন প্রমাণ প্রদর্শিত করেননি তিনি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান এখন পর্যন্ত কানাডার পক্ষ থেকে কোন ধরনের প্রমাণ প্রদান করা হয়নি।

এমনকি কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পোইলিভরেও ট্রুডোকে ভারতের বিরুদ্ধে দাবি করা প্রমাণ প্রদান করার জন্য জোর দেন।

এসকে/ এএম/ 

ভারত কানাডা এস জয়শঙ্কর

খবরটি শেয়ার করুন