শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সন্দেহ করার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

প্রতীকী ছবি

অনেকেই সন্দেহ করা পছন্দ করেন না। তবে তাতে কি, আজকের দিনে আপনি সন্দেহ করতেই পারেন। কারণ আজ আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস।

এক হিসেবে সন্দেহ করা ঠিক আছে। চোখ বন্ধ করে অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করা মোটেও ভালো কথা নয়। বরং বুদ্ধি- বিবেচনা কাজে লাগিয়ে তথ্য যাচাই করাই ভালো। বিশ্বে এ পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে, তার সবই বিজ্ঞানীদের সন্দেহের ফল। তাই সন্দেহ করা মোটেও খারাপ বিষয় নয়।

আরো পড়ুন : বিয়ের পরপরই স্বামীর কাছে কী আশা করেন স্ত্রী

ভেবে দেখুন, বিশ্বাস আর সন্দেহ দুটি আলাদা বিষয় নয়। আপনি যদি আপনার কোনো কাছের মানুষকে বিশ্বাস করেন, তবে সন্দেহ করার প্রবণতা কিন্তু তাকে নিয়েই তৈরি হবে। যে আপনার কাছের কেউ নয়, তাকে নিয়ে কিন্তু কখনই আপনার সন্দেহ করার প্রবণতা থাকবে না।

আন্তর্জাতিকভাবে সন্দেহপ্রবণতাকে স্বীকৃতি দেওয়া হয় ১৯৯০ সালে। সন্দেহপ্রবণতার গুরুত্ব বোঝাতে বিশেষ দিন হিসেবে নির্বাচন করা হয় ১৩ই জানুয়ারিকে।

এরপর থেকে প্রতিবছর বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। তাই কোনকিছুতে সন্দেহ থাকলে আজ তা সত্যের মাপকাঠিতে মেপে দেখতে পারেন। ভাবনার দুয়ার মেলে দিয়ে ডুব দিতে পারেন চিন্তা, যুক্তি ও বুদ্ধির সাগরে।

এস/ওআ


বিজ্ঞানী সন্দেহ

খবরটি শেয়ার করুন