সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শাস্তি স্থগিত করার পর এবার সাংসদ পদও ফিরে পেলেন রাহুল গান্ধী। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে এ বিষয়ে নিদের্শনা জারি করা হয়েছে। 

সোমবার (৭ই আগস্ট) এ আদেশ জারি করেন ভারতের লোকসভার স্পিকার। এ আদেশের ফলে মঙ্গলবার সংসদে যোগ দিতে পারবেন রাহুল। তবে কংগ্রেস সূত্রে খবর তার আগে সোমবার দুপুর ১২টার মধ্যেই লোকসভায় আসবেন কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল।

এর আগে মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করে গুজরাট রাজ্যের সুরাত আদালত। তাঁকে সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দু’বছরের কারাদণ্ডও দিয়েছিলেন। ঐ ম্যাজিস্ট্রেট এক সময়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবীও ছিলেন। সেই শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। কারণ, জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারা অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ তাঁর সাংসদ বা বিধায়ক পদ চলে যায়। এমনকি, আগামী লোকসভা নির্বাচনে রাহুলের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু শুক্রবার রাহুলের সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তের পরই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা সহজ হয়।

শুক্রবারের সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরপরই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জি পেশ করে কংগ্রেস। এব্যাপারে কংগ্রেস নেতা কেসি বেণু গোপাল বলেন, ‘‘আমরা আশা করব স্পিকার যেমন দ্রুততার সাথে রাহুলজির পদ খারিজ করেছিলেন, তেমনভাবেই তার সাংসদ পদ ফিরিয়ে দিবেন।” 

লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীও বলেন, ‘‘রাহুলজিকে সাংসদ পদ ফিরিয়ে দিতেই হবে।’’ 

এদিকে শুক্রবারের পর সোমবারই বসে লোকসভার অধিবেশন। সোমবার সকালেই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে লোকসভার স্পিকারের সচিবালয়। এই সিদ্ধান্তের ফলে মঙ্গলবার বিরোধীরা যখন সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন, তখন সংসদে উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল। সে ক্ষেত্রে মোদীর সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিতেও দেখা যেতে পারে তাঁকে।

গত মার্চে রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছিল লোকসভা থেকে। চার মাস পর সেই পদ ফিরে পেলেন ওয়েনাড় থেকে নির্বাচিত সাংসদ রাহুল। সোমবার লোকসভার স্পিকারের সচিবালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যেহেতু রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত, তাই আপাতত তাঁর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল।’’ সেই বিবৃতির পরেই সংসদে বিরোধীদের আলোচনা কক্ষে উদযাপনের মেজাজ দেখা যায়। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে দেখা যায় কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গেকে মিষ্টিমুখ করাতে।

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে মোদী পদবি নিয়ে মন্তব্যের জন্য গত ২৩ মার্চ রাহুলকে দু’বছরের করাদণ্ডের সাজা দেয় সুরাত ম্যাজিস্ট্রেট আদালত। তার ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ২৪ মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

এম/এইচ/এস

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

খবরটি শেয়ার করুন