সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সাতকানিয়ায় টপ সয়েল কাটায় জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি ও পরিবহনের অপরাধে দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ই জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার সময় হাতেনাতে আকে মো. রেজাউল করিমকে (৩৫) ৫০ হাজার টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাকে মাটি পরিবহন করায় মো. আরমানকে (২৩) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন: ময়মনসিংহ-৩ আসনে নৌকার নিলুফার জয়ী

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, ফসলি জমির টপ সয়েল কাটার খবর পেয়ে গারাঙ্গিয়া এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে টপ সয়েল কাটা এবং পরিবহনের সময় পুলিেশের সহায়তায় দুজনকে হাতেনাতে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এইচআ/ আই. কে. জে/ 

জরিমানা অভিযান সাতকানিয়া টপ সয়েল

খবরটি শেয়ার করুন