সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সিপিবির জনসভায় হামলা

সারা দেশে সিপিবির বিক্ষোভ কর্মসূচি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পূর্বনির্ধারিত জনসভায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। গতকাল শনিবার (১৪অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিপিবি।

শনিবার (১৪অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি উল্লেখ করেছে, হামলায় সিপিবির নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ নেতা-কর্মীদের অনেকে আহত হয়েছেন। প্রশাসন ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার (১৫অক্টোবর) রাজধানীর পল্টন মোড়সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ শুধু নেতা-কর্মীদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি, তারা সমাবেশ থেকে নেত্রকোনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম মোস্তফা ও ছাত্রনেতা আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে। এই দুই নেতাকে অবিলম্বে নিঃর্শত মুক্তির দাবি জানানো হয়।

সিপিবি বলেছে, লুটপাট, দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে অস্তিত্বের সংকটে পড়েছে। এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর হামলা–মামলার পথ বেছে নিয়েছে।

একে/


বিক্ষোভ কর্মসূচি সিপিবি

খবরটি শেয়ার করুন