সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর দেওয়া বিষাক্ত কফি খেয়েও বেঁচে আছেন স্বামী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বামীকে হত্যার উদ্দেশ নিয়ে কফিতে নিয়মিত বিষাক্ত পদার্থ মিশাতেন স্ত্রী। গত কয়েক মাস ধরে তিনি এই কাজ করে যাচ্ছেন। এই অপরাধের অভিযোগে এরই মধ্যে ওই নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা পুলিশ। রোববার (৬ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চে তার স্বামী রোবি জনসন হঠাৎ করেই কফিতে অন্যরকম স্বাদ অনুভব করা শুরু করেন। তখন তারা জার্মানিতে অবস্থান করছিলেন। প্রথমদিকে স্বাদে পরিবর্তন পাওয়ার পর কফি খাওয়া বন্ধ করে দেন তিনি। কিন্তু ভান করেন যে তিনি নিয়মিত কফি খাচ্ছেন, যাতে তার স্ত্রী বুঝতে পারেন যে তিনি নিয়মিত কফি খাচ্ছেন। কারণ জনসনের উদ্দেশ্য ছিল বিমান ঘাঁটিতে গিয়ে তারপর মামলা করা।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে এরইমধ্যে মেরোডি ফেলিকানো জনসন নামের ওই নারীকে অভিযুক্ত করা হয়েছে। জনসন মার্কিন নৌবাহিনীতে কর্মরত ছিলেন এবং এই দম্পতির এক সন্তানও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আদালতের নথি অনুযায়ী জনসন স্ট্রিপ পুল টেস্টিং এর মাধ্যমে  তার কফির পাত্রে যে উচ্চ মাত্রার ক্লোরিন রয়েছে তা আবিষ্কার করেন। 

আরো পড়ুন: এবার বার্বি থিমে গোলাপি কফিন

তদন্তকারীদের জনসন বলেন, তিনি তার স্ত্রীর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি লুকানো ক্যামেরা ইনস্টল করেছিলেন। সেসব ফুটেজে দেখা গেছে, তার স্ত্রী নিয়মিত ব্লিচ প্রক্রিয়া করে কফি মেকারে দিতো। তার মৃত্যু থেকে সুবিধা নিতেই এই হত্যা চেষ্টা চালানো হয় বলে জানান জনসন।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

যুক্তরাষ্ট্র স্ত্রী ভিন্নচোখ বিষাক্ত কফি স্বামী খাবারে বিষ

খবরটি শেয়ার করুন