সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তির খবর পেলেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরাও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে কোন ধরনের হেনস্তার শিকার হবেন না যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ অভিবাসীরাও। হ্যারিকেন রিলিফ সেন্টার বা নিরাপদ কেন্দ্রগুলোতে দেশটির অভিবাসন কর্মকর্তারা কোন ধরনের অভিযান বা নজরদারি চালাবেন না। সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথেও কোন ধরনের হয়রানি করা যাবে না বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থানকারী কাউকে। 

স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এমনটি নিশ্চিত করেছেন। খবর সিএনএন। 

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমর্স ইনফোর্সমেন্ট বিভাগ এবং ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগের অবৈধ অভিবাসন বিরোধী কোন অভিযান এ সময় চলবে না। এমনকি আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথগুলোতেও তল্লাশি চালানো যাবে না। দুর্যোগকালীন সহায়তা দেয়া হয় এমন কেন্দ্রগুলোও নজরদারির বাইরে থাকবে। তবে এই দুই বিভাগ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য অভিযান ও নজরধারী চালাতে পারবে।  

হ্যারিকেন হিলারি স্থানীয় সময় রোববার বিকেলে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মেক্সিকোতে পুন্টা অ্যাব্রেওজোস থেকে কাবো সান কুইন্টিন পর্যন্ত এই সামুদ্রিক ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের পশ্চিম উপকূলে প্রায় তিন শ’ মাইল এলাকায় এমন সতর্কতা কার্যকর থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যা ও নগর অঞ্চলে জলোচ্ছ্বাসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

বাজা ক্যালিফোর্নিয়ায় ১০ ইঞ্চি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে চার থেকে ছয় ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এতে করে এসব অঞ্চলে বিপর্যয়কারী বন্যা দেখা দিতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসা হ্যারিকেন হিলারি হঠাৎ শক্তি হারিয়ে দুর্বল হয়ে যায়। তবুও মার্কিন আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিয়েছেন, দুর্বল হয়ে গেলেও এটি জীবনহানিকর হতে পারে। 

বর্তমানে ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারে নেমে এসেছে। বাতাসের গতি কমে আসায় এটি ক্যাটাগরি-৪ থেকে ক্যাটাগরি-১ হ্যারিকেনে রূপ নিয়েছে।

ঝড়ের প্রভাবে স্থানীয় সময় শনিবার রাতে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টি ঝরতে থাকায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পৌঁছার আগে হ্যারিকেন হিলারি একটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এসকে/  

যুক্তরাষ্ট্র হ্যারিকেন হিলারি

খবরটি শেয়ার করুন