বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

হকারদের অনুমোদন দিয়ে অর্থনীতি চাঙ্গা করার চেষ্টায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এত বছর ধরে হকারদের উপর এত অত্যাচার চালানোর পর অবশেষে হকারদের গ্রহণ করেছে চীন। মূলত শূন্য কোভিড নীতির কারণে ভেঙ্গে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার আশায় হকারদের আবার গ্রহণ করেছে চীন সরকার।

জানা যায়, আগামী সেপ্টেম্বর থেকে শেনজেন শহরের নির্দিষ্ট এলাকাগুলোতে হকারদের স্টল স্থাপনের অনুমতি প্রদান করা হবে। রাতের বেলা স্টল স্থাপনের অনুমতি প্রদান করেছে সাংহাই৷ হকারদের নিয়ে পরিকল্পনার বিশদ বিবরণ প্রকাশিত হতে চলেছে চলতি মাসে।

বেইজিং এবং গানসু প্রদেশের রাজধানী, লানঝোও বিধিনিষেধ শিথিল করেছে।

মূলত নতুন কর্মসংস্থান তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে চীন সরকার। জানুয়ারি থেকে মার্চ মাসে চীনে কর্মসংস্থান পূর্বের তুলনায় ৪% বৃদ্ধি পেয়েছে। যদিও করোনাকালীন সময়ের আগের তুলনায় তা এখনও ৮% কম।

২০২০ সালে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে হকারদের জন্য কী পদক্ষেপ গ্রহণ করবে চীন সরকার, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করে। গত মার্চ মাসে হকারদের স্টল বসানোর অনুমতি প্রদানের পর চেংড়ু শহরে প্রায় ১ লাখ মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী লি কেকিয়াং এ পদক্ষেপের প্রশংসা করেন।

একদিকে যেমন রাস্তার স্টলগুলো কর্মসংস্থানের সুযোগ ঘটাচ্ছিল, অন্যদিকে বিভিন্ন মানুষের ধারণা ছিল যে লি এবং চীনা প্রেসিডেন্ট, শি জিনপিং এর বিষয়ে মতবিরোধ রয়েছে।

স্টলগুলো নিয়ে নেতিবাচক ধারণার পরিপ্রেক্ষিতে, স্টলগুলোকে নির্দিষ্ট স্থানসমূহেই সীমাবদ্ধ করা হয়েছে। এই নির্দিষ্ট স্থান ব্যতীত হকাররা আর কোনও জায়গায় স্টল বসাতে পারবেন না। এছাড়াও বিক্রেতাদের উপরেও আরোপ করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ।

আরো পড়ুন: জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ করেছে চীন

এসবের পরেও স্টলগুলো চীনের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে কি না সে বিষয় স্পষ্ট নয়। পিপলস ব্যাংক অফ চায়নার মুদ্রানীতি বিভাগের প্রধান জোউ ল্যান এপ্রিলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সবকিছু স্বাভাবিক হতে আরো সময় লাগতে পারে।

এম এইচ ডি/ আই. কে. জে/

হকারদের অনুমোদন অর্থনীতি চীন কর্মসংস্থান বেইজিং কোভিড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন