সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হামাসকে আত্মসমর্পণের জন্য চাপ দিন : ব্লিনকেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবির পরিবর্তে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে আত্মসমর্পণ করতে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন আমেরিকার ররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার (২০শে ডিসেম্বর) ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, ‘যে ব্যাপারটি আমার কাছে অবাক লাগছে, তা হলো—অধিকাংশ দেশ গাজায় যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার, কিন্তু কেউই হামাসকে আত্মসমর্পণ করতে বলছে না। হামাসকে নিরীহ বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে অস্ত্র চালানো বন্ধ করতে বলছে না কোনো দেশ। হামাস যদি অস্ত্র ফেলে দিতে রাজি হয়, তাহলে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থামানো সম্ভব।’

আরো পড়ুন: লক্ষ্য অর্জনের আগে যুদ্ধবিরতি নয় : নেতানিয়াহু  

‘এটা কীভাবে সম্ভব যে একপক্ষের কাছে কেবল দাবি জানানো হচ্ছে এবং অন্যপক্ষের প্রতি কোনো দাবি নেই?’

‘আমরা সবাই জানি যে সবাই চাই যে এই যুদ্ধ শিগগিরই বন্ধ হোক; কিন্তু যদি হামাস তার সামরিক সক্ষমতাসহ গাজায় তার অবস্থান টিকিয়ে রাখে, তাহলে বার বার ৭ অক্টোবরের মতো হামলা সেখানে ঘটতে থাকবে। আর এ ধরনের হামলা ইসরালের জন্য হুমকি, মধ্যপ্রাচ্যের জন্য হুমকি এবং এমনকি বৈশ্বিক শান্তির জন্যও হুমকি।’

তবে ইসরায়েলি স্থল ও বিমানবাহিনী যে মাত্রায় গাজায় অভিযান চালাচ্ছে, তারও সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ‘আমরা এর আগে একাধিকবার ইসরায়েলকে বলেছি, আবারো বলছি— অভিযান যেন আরো সুনির্দিষ্ট করা হয়। অর্থাৎ, হামাসের বিভিন্ন স্থাপনা ধ্বংসের ক্ষেত্রে গাজার বেসামরিকদের ক্ষয়ক্ষতি যেন যতদূর সম্ভব এড়ানো সম্ভব হয়।

সূত্র: বিবিসি

এইচআ/ আই.কে.জে/


অ্যান্টনি ব্লিনকেন যুদ্ধবিরতি হামাস

খবরটি শেয়ার করুন