সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

১০ বিভাগে অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে আগামী ১০ মার্চ বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৬তম আসর। এ আসরে চূড়ান্ত মনোনয়নের আগে শুক্রবার ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।

যেখানে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য টিকে আছে ১৫টি সিনেমা। এর মধ্য থেকে পাঁচটি সিনেমা অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে। 

তবে বরাবরের মতো এবারো অস্কারে জায়গা পায়নি বাংলাদেশের কোনো সিনেমা। বাংলাদেশ থেকে এবার মনোনয়নের জন্য মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমাটি পাঠানো হয়েছিল। কিন্তু অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি। 

প্রকাশ্যে আসা ১০টি বিভাগ—ডুকমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্টফিল্ম, ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল, মিউজিক স্কোর, মৌলিক গান, অ্যানিমেটেড শর্টফিল্ম, লাইভ অ্যাকশন শর্টফিল্ম, শব্দ ও ভিজুয়াল ইফেক্ট। 

এ বিভাগগুলোয় এগিয়ে রয়েছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য কালার পার্পল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাগুলো। শর্টলিস্টের মধ্য থেকে আগামী ১১-১৬ জানুয়ারি চলবে ভোট গ্রহণ। এরপর ২৩ জানুয়ারি ঘোষিত হবে কারা পাচ্ছে চূড়ান্ত মনোনয়ন। 

শর্টলিস্টের ক্ষেত্রে ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট ও ইন্টারন্যাশনাল ফিচারে জায়গা করে নিয়েছে ১৫টি করে সিনেমা। ইন্টারন্যাশনাল ফিচারে রয়েছে আর্মেনিয়া, ভুটান, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান, তিউনিশিয়া ও ইউক্রেনের সিনেমা। 

সেরা অরিজিনাল গান বিভাগে জায়গা করে নিয়েছে একই সিনেমার একাধিক গান। এর মধ্যে রয়েছে বার্বির তিনটি ও দ্য কালার পার্পলের দুটি গান। এ ছাড়া কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনেরও একটি গান রয়েছে।

আরো পড়ুননিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই : শাহরুখ

ইন্টারন্যাশনাল ফিচার বিভাগের শর্টলিস্টে যে সিনেমাগুলো—

আমেরিকাতসি (মাইকেল এ. গুরজিয়ান, আর্মেনিয়া)

দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান (পাও চৌইনিং দর্জি, ভুটান)

দ্য প্রোমিজড ল্যান্ড (নিকোলাই আর্সেল, ডেনমার্ক)

ফলেন লিভস (আকি কৌরিসমাকি, ফিনল্যান্ড)

দ্য টেস্ট অব থিংস (ট্র্যান আন হাং, ফ্রান্স)

দ্য টিচার্স লাউঞ্জ (ইলকার ক্যাটাক, জার্মানি)

গডল্যান্ড (লাইনুর পালমাসন, আইসল্যান্ড)

আইও ক্যাপিটেনো (মাত্তিও গ্যারোন, ইতালি)

পারফেক্ট ডেইজ (উইম ওয়েন্ডার্স, জাপান)

টটেম (লিলা অ্যাভিলেস, মেক্সিকো)

দ্য মাদার অব অল লাইস (আসমায়ে এল মাউদির, মরক্কো)

সোসাইটি অব দ্য স্নো (জে এ বেয়োনা, স্পেন)

ফোর ডটারস (কাউথার বেন হানিয়া, তিউনিসিয়া)

টোয়েন্টি ডেইজ ইন মারিউপল (স্তিস্লেভ চের্নভ, ইউক্রেন) 

দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথন গ্লেজার, যুক্তরাজ্য)

তবে শব্দ, মিউজিক স্কোর ও মৌলিক গান বিভাগে আধিপত্য রয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’ ছবিটির।

সূত্র: ভ্যারাইটির প্রতিবেদন

এসি/ আই. কে. জে/ 


অস্কার

খবরটি শেয়ার করুন