শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাসে রেকর্ডসংখ্যক অভিবাসীর প্রবেশ কানাডায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের পহেলা জুলাই থেকে পহেলা অক্টোবর এই তিন মাসে ৪ লাখ ৩০ হাজার ৬৩৫ জন অভিবাসী প্রবেশ করেছেন কানাডায়। দেশটির ইতিহাসে এর আগে কখনো তিন মাস সময়সীমার মধ্যে এত সংখ্যক অভিবাসীর আগমন ঘটেনি।

কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিসটিক্স কানাডা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, ‘ত্রৈমাসিক ভিত্তিতে এর আগে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছিল ১৯৫৭ সালে। ওই বছর ১ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত ১ লাখ ৯৮ হাজার অভিবাসী প্রবেশ করেছিলেন। এতদিন পর্যন্ত সেটিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হতো।’

আরো পড়ুন: যুদ্ধ বন্ধ না হলে বন্দিবিনিময় আলোচনায় রাজি নয় হামাস

এ বছরের ২০২৩ পহেলা এপ্রিল থেকে পহেলা জুলাই পর্যন্ত কানাডায় ১ লাখ ৩০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন উল্লেখ করে বিবৃতিতে স্ট্যাটিকটিক্স কানাডা আরো জানিয়েছে, চলতি বছর কানাডার মোট জনসংখ্যা ৪ শতাংশ বেড়েছে এবং এক্ষেত্রে অভিবাসীদের দায় ৯৬ শতাংশ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলী এলাকাগুলো ছাড়া প্রায় সব প্রদেশেই জনসংখ্যা বেড়েছে।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা মাত্র ৪ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৩৯৬ জন। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় কানাডায় অভিবাসন সহজ এবং পড়াশোনা ও উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডায় পাড়ি জমান।

সূত্র : পিটিআই

এইচআ/ আই.কে.জে/


রেকর্ড কানাডা ২০২৩ অভিবাসী

খবরটি শেয়ার করুন