শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৭০ বছরের বৃদ্ধার রূপে শিশুশিল্পী সিমরিন লুবাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। কিছুদিন আগে ট্রোলের শিকার হয়ে অভিমান করে বলেছিল অভিনয় ছেড়ে দেবে। যদিও খুব দ্রুতই বুঝতে পেরেছিল লোকের কথা শুনে থেমে যাওয়া যাবে না। পরের দিন বদলায় তার স্টেটমেন্ট। পড়াশোনার পাশাপাশি করে যাচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন, নাটক ও সিনেমায় অভিনয়।

ষষ্ঠ শ্রেণিতে পড়া এই শিশুশিল্পীকে এবার দেখা যাবে ৭০ বছর বয়সী বৃদ্ধার রূপে। আর এই লুকে তাকে নিয়ে তৈরি হলো ডকুফিল্ম ‘একটি বাংলাদেশ’। মোহাম্মদ মিজানুর রহমানের প্রযোজনায় ডকুফিল্মটি নির্মাণ করছেন রানা বর্তমান। গত ২৪ নভেম্বর রাজধানীর রমনা পার্কে ‘একটি বাংলাদেশ’ এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, ‘আমার মেয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করল। শুধু তাই নয়, এবারই প্রথম অভিনয়ে লুবাবা শাড়ি পরেছে। এমনকি প্রধান চরিত্রেও কাজ করেছে। সব মিলিয়ে, ভালো একটি কাজ আসছে বলে আশা করছি।’ 

আরো পড়ুন: শাড়িতে উষ্ণতা ছড়ালেন মিম

নির্মাতা রানা বর্তমান বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই লুবাবাকে এমন লুক নিতে হয়েছে। একজন শিশুশিল্পীকে বৃদ্ধার রূপে তুলে আনাটা খুব কঠিন। আমি চেষ্টা করেছি, সেখান থেকে নতুন কিছু করার। এতে বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে তাকে। তবে ওর চরিত্রটি নিয়ে এখন কিছু বলতে চাই না। গল্পে দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে।’

জানা গেছে, ডকুফিল্মটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শনের কথা রয়েছে।

এসি/ আই. কে. জে/ 


শিশুশিল্পী সিমরিন লুবাবা

খবরটি শেয়ার করুন