বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব *** অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ *** সাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি *** সংস্কার পরিকল্পনায় মন্ত্রিপরিষদে ১৩ প্রস্তাব ইসির *** বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি : ধারা অনুযায়ী যা যা করতে পারবে সেনাবাহিনী *** বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী *** অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান *** ৪৩তম বিসিএস : স্বাস্থ্য পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদনের পরই নিয়োগ *** নিহত পরিবারকে ক্ষতিপূরণ, আশুলিয়ায় শনিবার থেকে বন্ধ কারখানা চালু *** ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১৫২ মামলা, জরিমানা ৭ লাখ টাকা

নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি : পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির নানা। বৃহস্পতিবার রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবা-মা মারা যাওয়ার পর প্রিয় নানাকে ঘিরেই ছিল পরীমণির জীবন। তার একমাত্র অভিভাবক ছিলেন তিনি। একমাত্র বট বৃক্ষকে হারিয়ে শোকে স্থবির হয়ে আছেন হালের এই নায়িকা।

নানা মারা যাওয়ার পর গণমাধ্যমের কাছে মনের অনুভূতি জানিয়ে কোনো কথা বলেননি পরীমণি। তবে এবার সামাজিক মাধ্যমে নানা চলে যাওয়ায় নিজের ভেতরের অজানা কথা সবার সাথে ভাগাভাগি করে নিলেন তিনি।

দাফনের পর নানার কবরের পাশে বসে থাকা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মারা যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগেনি কোনোদিন।

আরো পড়ুন : মুক্তি পেলো ফারুকীর ‘শনিবার বিকেল’

তিনি জানান, নানার মতো তাকে কেউ ভালোবাসেনি কখনও। পরী লিখেছেন, এই জীবনে আমার নানার মতো কেউ আমাকে ভালোবাসে নাই আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন, এই মানুষটা আমার জন্য কী ছিল! আজ হয়ত এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে।

এর থেকে বড় শোক আর কখনও নিজের জীবনে আসবে না বলে তিনি লিখেন, এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি! আহা নানুভাই, কত সান্ত্বনায় রেখে গেল আমাকে! জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর…।

প্রসঙ্গত, স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। শুক্রবার (২৪ নভেম্বর) জুমার নামাজের পর বিকেল তিনটায় পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এস/ আই. কে. জে/ 

পরীমণি শেষ কলেমা

খবরটি শেয়ার করুন