সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘সোনারতরী’তে আজ নজরুল জন্মজয়ন্তীর আয়োজনে গাইবেন বর্ণালী সরকার  

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ২২ মে, ২০২৩ সোমবার, রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে সোনার তরীর নজরুল সংগীতের আসর ‘অন্তরে তুমি আছ চিরদিন’ পর্ব।

আরো পড়ুন: যে কারণে গায়ক নোবেল গ্রেপ্তার
 

আজ ৯৭৬তম পর্বে নজরুল জন্মজয়ন্তীর বিশেষ আয়োজনে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন প্রজন্মের অহংকার বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার । বর্ণালী চার বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। বাড়িতে উস্তাদ আসতেন, পাশাপাশি গানের স্কুলেও শেখা শুরু করেন। জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী অভিজিৎ সাহার নিকট নজরুল সঙ্গীত, উচ্চাংগ সংগীতসহ বিভিন্ন ধরনের গানে একাধারে ২০ বছর তালিম নেন। উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন পন্ডিত শ্রী অনিল কুমার সাহা, উস্তাদ বরকত হোসেন এবং ভারতীয় হাই কমিশনে ভারতের উচ্চাংগ সঙ্গীতের উস্তাদ শ্রীমতি কল্পনা ভট্টাচার্যের কাছে। 


বর্ণালী জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার, এ টি এন শাপলা শালুক গোল্ড মেডেল পুরস্কার, হিন্দু সমাজ সংস্কার সমিতি চ্যাম্পিয়ন পুরস্কার, ইমপ্রেস টেলিফিল্মস এবং রে ভিশন আয়োজিত" হারমোনিয়াম" অনুষ্ঠানে পুরস্কার সহ অসংখ্য পুরস্কারপ্রাপ্ত হন। তিনি আগরতলা ও কলকাতায় নজরুল উৎসবে সংবর্ধিত হন। 

বর্ণালী আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং পাস করেন। বর্তমানে তিনি সংগীতের উপর উচ্চতর ডিগ্রী( এম. মিউজ) করছেন ইউডা তে। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত আছেন এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রথম শ্রেণীর শিল্পী। এছাড়াও সকল বেসরকারি চ্যানেলে নিয়মিত গান করেন তিনি। বর্ণালী সরকার অনলাইন পেজ ‘সোনারতরী’র প্রধান পরিকল্পক হিসেবে নিবেদিত আছেন।

‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন শিল্পী বর্ণালী সরকারকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠান লিংক: সোনারতরী

এসি/আইকেজে 

 

‘সোনারতরী’ নজরুল বর্ণালী সরকার  

খবরটি শেয়ার করুন