রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে আজ সোমবার (১৫ মে) নিজ জেলা পাবনায় যাচ্ছেন। প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি সোমবার সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন।’
রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন । তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।
আরো পড়ুন: চলতি সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু ৩১ মে
আগামীকাল ১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপ্রধানকে সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় জনগণ সাবেক ছাত্রনেতা এই বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছেন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সূত্র: বাসস
এম/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন