মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আফ্রিকার সেরা খেলোয়াড় ওসিমেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সেই নব্বইয়ের দশকে আর্জেন্টাইন কিংবদন্তি গ্রেট ডিয়েগো ম্যারাডোনা শিরোপা এনে দিয়েছিলেন নেপলস শহরে। একটা লিগ শিরোপার জন্য তিন দশক অপেক্ষা করেছিল ইতালিয়ান ক্লাব নাপোলি। এরপর থেকে শিরোপার জন্য মাথা কুটে মরেছিল নাপোলি।  তবে সিরিআ শিরোপাটা আর পাওয়া হয়নি তাদের। সেই ট্রফিখরা শেষ হয়েছে গেল মৌসুমে। যেখানে বড় নায়ক ছিলেন ভিক্টর ওসিমেন। 

নাইজেরিয়ার এই স্ট্রাইকার গেল মৌসুমে ছিলেন ক্ষুরধার ফর্মে। জর্জিয়ার তরুণ উইঙ্গার কাভিচা কাভারাৎসখেলিয়াকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন অনন্য এক জুটি। যার ফল পেয়েছিলেন ইতালিয়ান সিরিআ জিতে। এবার তিনি জিতলেন আফ্রিকা মহাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার। 

২০২৩ সালে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির এই নাইজেরিয়ান স্ট্রাইকার। সোমবার (১১ই ডিসেম্বর) মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে সেরা খেলোয়াড় হিসেবে ভিক্টর ওসিমেনের নাম ঘোষণা করা হয়। 

সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে ওসিমেন বলেন, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া ও পাশে থাকার জন্য।

ওসিমেন এই পুরস্কার পাওয়ার পথে হারিয়েছেন পিএসজি ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুল ও মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহকে। গেলবছর ব্যক্তিগত পারফর্মে উজ্জ্বল থাকলেও লিভারপুল বা মিশর কোন জায়গাতেই দলীয় সাফল্য পাননি সালাহ। অন্যদিকে পিএসজির হয়ে লিগ শিরোপা পেলেও চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করতে পারেননি হাকিমি। 

গত মৌসুমে দুর্দান্ত ওসিমেনে ভর করে ৩৩ বছর পর লিগ শিরোপা জিতেছিল নাপোলি। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, করিয়েছেন আরো পাঁচটি। চলতি মৌসুমেও আছেন ছন্দে। লিগে এরইমাঝে ১১ ম্যাচে করেছেন ৬ গোল। চোটের কারণে ২০২২ সালে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি এই স্ট্রাইকার। আর এবার এই টুর্নামেন্টের বাছাইপর্বেই দুর্দান্ত পারফর্ম করেছেন। ১০ গোল করে শীর্ষ গোলদাতা ওসিমহেন।  

এবারের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মরক্কোর ইয়াসিন বোনো। গেল বছর কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন বোনো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই গোলরক্ষক। আবার ক্লাব পর্যায়ে সেভিয়ার হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই মহাদেশের সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে বোনোর হাতেই।

এসকে/ 

ভিক্টর ওসিমেন সেরা ফুটবলার আফ্রিকা মহাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন