শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসুতে শিবিরের বিজয় মৌলবাদের প্রতি সমর্থন নয়, বিকল্প খোঁজার আকুতি: শশী থারুর *** এবার ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য রাস্তায় নামল নেপালের জেন-জি *** ২০ হলের ভোট গণনা শেষে পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে কমিশন *** ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে এক দিনে ১৫ লাখের বেশি আবেদন *** মৃত মা শাসন করছেন মোদিকে, কংগ্রেসের এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ বিজেপি *** নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার ভিডিও *** জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল *** পাকিস্তানি হিরো আলমকে ডিম নিক্ষেপ, ভিডিও প্রকাশ করায় মামলার হুমকি *** জাকসু নির্বাচন : এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের *** সুশীলাই হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান, নাম ঘোষণা আজই

আবর্জনায় পূর্ণ পালং খাল এখন স্বচ্ছ পানির জলাধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ আগেও কচুরিপানা-প্লাস্টিক ও আবর্জনায় ঠাসা ছিল শরীয়তপুর শহরের পালং খাল। খালের সে দৃশ্যপট বদলে দিলেন স্কাউটের একদল তরুণ-তরুণী। অবর্জনায় ভরপুর পালং খাল এখন স্বচ্ছ পানির জলাধার।

স্থানীয়রা জানান, শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া পালং খালের দৈর্ঘ্য ৫ কিলোমিটার। এক সময় খালটিতে পানি প্রবাহ ছিল। চলাচল করতো ছোট-বড় নৌযান। তবে দীর্ঘদিন খালটির কয়েকটি স্থানে ময়লা ফেলার কারণে পানি প্রবাহ আটকে যায়। এতে করে দূষণ ও দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছিলেন পথচারীরা।

পূজার ছুটিতে হাজী শরীয়তউল্লাহ মুক্ত স্কাউট গ্রুপ ও শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের ২৬ সদস্য খালটি পরিষ্কারের সিদ্ধান্ত নেন। তাদের এ ব্যতিক্রমী এ কাজে অংশ নেন স্থানীয় বাসিন্দা ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও। গত ৬ দিনে খালের আবর্জনা সরিয়ে দুষণযুক্ত খালটির পানি প্রবাহ ফিরিয়ে নিয়ে আসেন তারা।

সরেজমিনে দেখা যায়, পালং খালটির বিভিন্ন অংশে ২৬ জন স্কাউট সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে খালটি পরিষ্কার করছেন। এদের মধ্যে কেউ বাঁশের লাঠির সঙ্গে লোহার রড বেঁধে খালের ওপর ও তলদেশে থাকা প্লাস্টিক টেনে তুলছেন। সেখান থেকে ময়লাগুলোকে টেনে তোলা হচ্ছে পৌরসভার ময়লার ট্রাকে।

স্কাউট সদস্যরা বলেন, খালটি আমাদের শরীয়তপুর শহরবাসীর জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এটি দূষণ হওয়ায় পানিপ্রবাহ আটকে গিয়েছিল। তাই এটি দূষণমুক্ত করে পানি প্রবাহ ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। পূজার ছুটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেই আমরা। পরে আমরা ২৬ জন ছেলে-মেয়ে একত্রিত হয়ে ৬ দিন ধরে কাজ করছি খালটিকে দূষণমুক্ত করার জন্য।

শিক্ষার্থীরা বলেন, খালটি পরিষ্কার করার মধ্যদিয়ে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ করি। তারা যেন নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলেন। তাহলে খালটি আগের অবস্থায় ফিরে আসবে।

খাল পরিষ্কার করার কাজে অংশ নেয়া স্কুলশিক্ষক খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, খালটি দীর্ঘদিন ধরে অবহেলিত। একসময় খালটিতে পানিপ্রবাহ থাকলেও বর্তমানের খালটির অবস্থা আমাকে পীড়া দিতো। আমার এক বন্ধু স্কাউট সদস্যদের নিয়ে খালটি পরিষ্কারের উদ্যোগ নিলে আমিও তাদের সঙ্গে অংশ নেই।

স্কাউট দলের সমন্বয়ক খাইরুল বাশার কল্লোল বলেন, পূজার ছুটি চলমান থাকায় সময়টি আমরা ভিন্নভাবে কাজে লাগাতে উদ্যোগ নেই। দুটি স্কাউট ও রোভার দলের সদস্য আমাদের সঙ্গে একত্রিত হয়ে কাজটি করছে

এসকে/

শরীয়তপুর স্কাউট আবর্জনায় পূর্ণ পালং খাল স্বচ্ছ পানির জলাধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন