বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বহির্জাগতিক প্রাণীর উপস্থিতির ব্যাপারে দ্বিধায় বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেক্সিকান আইন প্রণেতারা মানুষ নয় এমন প্রাণীর মৃতদেহের বর্ণনা করেছেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। গত ১২ সেপ্টেম্বর দুইটি মমিকৃত দেহাবশেষ প্রদর্শন করা হলে মেক্সিকান কংগ্রেস প্রথমবারের মতো বহির্জাগতিক জীবনের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত দেয়।

এই মৃতদেহগুলোর মুখ মানুষের মতো হলেও এদের গায়ের ত্বক ছিল ধূসর বর্ণের এবং এদের হাতে তিনটি করে আঙ্গুল ছিল। এ মৃতদেহসমূহ মেক্সিকান সাংবাদিক এবং গবেষক জেইম মৌসান ২০১৭ সালে পেরু থেকে আবিষ্কার করেছেন বলে দাবি করেন।

আইনপ্রণেতা সার্জিও গুতেরেসের অধিবেশন চলাকালীন মৌসান বলেন, এদেরকে উপযুক্ত প্রমাণ ছাড়া বহির্জাগতিক জীবনের সম্ভাবনা বলতে তিনি নারাজ। তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এমন কিছু প্রমাণিত হলে সেসময় তিনি এ বক্তব্য মেনে নিতে বাধ্য।

২০১৭ সালেও মৌসান একইধরনের বিবৃতি দিয়েছিলেন, যদিও তখন তিনি মৃতদেহগুলো প্রদর্শিত করেননি। তবে মেক্সিকোর প্রসিকিউটরের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদেহগুলো মূলত পুতুলসদৃশ। এদের চামড়া কাগজ এবং সিন্থেটিক আঠার মিশ্রণ দিয়ে আবৃত।

মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের গবেষক জুলিয়েটা ফিয়েরো এ মৃতদেহের সত্যতা নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করেছিলেন।

আর.এইচ/ আই.কে.জে/

মেক্সিকান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন