বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ শতাংশের নিচে নামবে না শুল্ক, ঘোষণা ট্রাম্পের *** সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি *** আরও মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ *** সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার *** সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন *** স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ *** গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে *** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি

বিএনপি নেতাদের ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার আহ্বান জানিয়ছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। 

মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হয়েছে। এটি দেশের জন্য একটি মাইলফলক। বিএনপি নেতাদের আহ্বান জানাচ্ছি, তারা যেন ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, এর আগেও যখন বেগম জিয়া অসুস্থ হয়েছেন, তখনই তাদের দলীয় মেডিকেল বোর্ড ঘোষণা বেগম জিয়ার স্বাস্থ্য সংকটপণ্য উল্লেখ করে তাকে বিদেশে নেয়ার কথা বলেছে। দলীয় মেডিকেল বোর্ড বিএনপির মতোই বক্তব্য দিচ্ছে।

মেডিকেল বোর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে যদি তাকে বাসায় নিয়ে যাওয়া না যায়, তাহলে তাকে বিদেশে নেয়া হবে কীভাবে, এটাই প্রশ্ন।

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমেই তার ভালো চিকিৎসা করা সম্ভব মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেদের তত্ত্বাবধানেই বেগম জিয়ার চিকিৎসা করাচ্ছে। এর আগে সরকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল। সেটি পছন্দ হয়নি বলেই পারিবারিক সিদ্ধান্তে এবার এভারকেয়ারে চিকিৎসা করাচ্ছে। তারা চাইলে সরকার আবার সহযোগিতা করবে।

একে/







পদ্মা সেতু খালেদা জিয়া তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন