শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। না হলে মানুষের মুক্তি অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

সোমবার (৯অক্টোবর)  বিকেলে রাজধানীর সিপিবি কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেছেন। কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে সিপিবি।

সভায় সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম দেশের বর্তমান সংকটের জন্য শাসকগোষ্ঠীর রাজনীতিকে দায়ী করেন।

দেশে ‘দুঃশাসন’ চলছে অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, এর অবসানের জন্য সংগ্রাম জোরদার করতে হবে। শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির নীতিহীনতা মানুষকে রাজনীতিবিমুখ করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মোহাম্মদ ফরহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য পরেশ কর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাবেরী গায়েন। সভা পরিচালনা করেন সিপিবির সম্পাদক আনোয়ার হোসেন।

একে/



বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250