শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

বৈরিতা ভুলে এক হচ্ছে সৌদি আরব ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জেদ্দায় দুই নেতার ওই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে গুরুত্ব দিয়েছে উভয়পক্ষ।

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব ও ইরান। তাদের দীর্ঘদিনের বৈরিতার কারণে অস্থিতিশীলতা তৈরি হয় গোটা মধ্যপ্রাচ্যে। তবে, সম্প্রতি সে গুমোট হাওয়া ধীরে ধীরে সরতে শুরু করেছে দু’দেশের মধ্যে।  

শুক্রবার (১৮ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহ বৈঠক করেন বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন।  

এছাড়া সৌদি প্রেস এজেন্সি বলছে, ভবিষ্যতে সৌদি আরব ও ইরানের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে রিয়াদ-তেহরানের মধ্যে বিবাদমান গ্যাসক্ষেত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কিছুই জানা যায়নি। 

এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ইরানের শীর্ষ কূটনৈতিক। এসময় তার সঙ্গী ছিলেন রিয়াদে নিযুক্ত তেহরানের নতুন রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি।

২০১৬ সালে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর চলতি বছরের মার্চে চীনের প্রচেষ্টায় জোড়া লাগতে শুরু করে রিয়াদ-তেহরান সম্পর্ক। এরপরই মধ্যপ্রাচ্যের নানা বিবাদমান ইস্যুতে একে একে সমাধান আসতে শুরু করে। এরমধ্যেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফর সৌদি-ইরান সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসকে/

মোহাম্মদ বিন সালমান ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন