বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার উদ্যেগে কলেজের লেকচার গ্যালারীতে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ব হেপাটাইটিস দিবস- ২০২৩ উপলক্ষে হেপাটাইটিস বি বিষয়ক সচেতনতা এবং হেপাটোলজিতে ক্যারিয়ার গড়ার বিষয়ে পরামর্শ শীর্ষক এই সেমিনারটিতে মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। ডা. স্বপ্নীল ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-২৫ ব্যাচের প্রাক্তন ছাত্র এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে নির্বাচিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য।


অধ্যাপক স্বপ্নীল তার মূল প্রবন্ধে ছাত্রলীগের নেতা-কর্মীদের আমৃত্যু ছাত্রলীগ পরিচয়ে গর্বিত থাকার আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনের এই সদস্যদের যেমন রাজপথে আন্দোলনে সংগ্রামে সক্রিয় থাকতে হবে তেমনি পাশাপাশি সংগঠনের অন্যতম মূল লক্ষ্য শিক্ষাকেও তাদের সমুন্নত রাখতে হবে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের নেতা-কর্মীদের মানবিক চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের ভালো গবেষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

পাশাপাশি তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা এবং হেপাটোলজি বিষয়ে নানা দিক তুলে ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের ভবিষ্যতে হেপাটোলজি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলায় অনুপ্রাণিত করেন।

বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি অনুপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ একরামুল হক টিটু। প্রধান অতিথির বক্তব্যে টিটু আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান ষড়যন্ত্র প্রতিহত করায় জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র সেনানী বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

তিনি বিভিন্ন সময়, বিশেষ করে কোভিড প্যান্ডেমিক চলাকালীন আর্তমানবতার পাশে দাঁড়ানোয় এবং কোভিড আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি যেয়ে অক্সিজেন এবং অন্যান্য অত্যাবশ্যকীয় চিকিৎসাসামগ্রী পৌঁছে দেয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখাকে ছাত্রলীগের একটি মডেল শাখা হিসেবে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন যে এই ইউনিটের নেতা-কর্মীরা ভবিষ্যতে পেশাগত জীবনেও বঙ্গন্ধুর নীতি আদর্শকে হৃদয়ে ধারণ করে সৎ চিকিৎসক এবং আদর্শ মানুষ হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করবেন। তিনি ঢাকা থেকে কষ্ট শিকার করে এসে ছাত্রলীগের অনুজদের অনুপ্রাণিত করার জন্য অধ্যাপক ডা. স্বপ্নীলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল এবং হেপাটোলজি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-১৬ ব্যাচের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি এবং হেমাটোলজি বিভাগের প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-২৪ ব্যাচের ছাত্র সহযোগী অধ্যাপক ডা. হাবিবুর রহমান তারেক, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অরুন জ্যোতি তরফদার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. কাঞ্চন সরকার।

সভাপতির বক্তব্যে অনুপম সাহা মোঃ একরামুল হক টিটু এবং অধ্যাপক ডা. স্বপ্নীলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশ ছাত্রলীগ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখায় তার ইউনিটের নেতা-কর্মীদের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার আয়োজনে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার এটাই প্রথম। সেমিনারে বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আইকেজে /

ছাত্রলীগ সেমিনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫