মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

মা দিবসে যে উপহার দিতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

মে মাসের দ্বিতীয় রবিবারে মা দিবস উদযাপন করা হয়। মা দিবস নিয়ে আমাদের উত্তেজনার শেষ নেই। আর এই দিনটিতে মাকে একটু খুশি করার অবকাশ খোঁজেন অনেকে। কিন্তু মা দিবসে মাকে কি উপহার দেবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। মা'কে যাই দিন না কেন, তিনি খুশি হবেনই। কিন্তু তারপরও পরিকল্পনা অনেক সময় আনন্দ অনেক বাড়িয়ে দিতে পারে। সেজন্যই কিছু সহজ পরামর্শ এখানে দেওয়ার চেষ্টা করেছি। 

পছন্দের বই দিন

মা যদি বই পড়তে ভালোবাসে তাহলে আগে থেকেই ভেবে রাখুন তাকে বই দেবেন। বইয়ের থেকে ভালো উপহার হতে পারে না। মা দিবস উপলক্ষে অনেক জায়গায় ভালো ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে কিছু বই যার দাম বেশি এবং বহুদিন আপনার মা পড়তে চাচ্ছেন তা দিতে পারেন। হাতে বই পেয়ে তার হাসির কথা কল্পনা করে দেখুন একবার।

কোথাও খেতে নিয়ে যান

মাকে নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ হয়না। মা দিবসে তাই মাকে নিয়ে পছন্দের কোনো খাবার খাওয়ার উপলক্ষ গড়ে নিন। আবার চাইলে নিজেও আগের রাতে কোনো খাবার বানিয়ে ফেলুন। রাতে মা ঘুমোলে আপনি কোনোভাবে রান্নায় লেগে যান। পরেরদিন চমকে দিন।

রান্নার সরঞ্জাম

অনেক মা রান্নাঘরটাকেই বেশি পছন্দ করেন। তার জন্য রান্নার সরঞ্জাম অনেক সময় জরুরি। পরিবারের সবাইকে খাওয়াবেন ভালো কিছু রান্না করে কিন্তু সরঞ্জাম নেই। আপনাদেরই কথা তার মাথায় কাজ করে। তাই এদিন আর কিছু না পেলে রান্নার সরঞ্জাম উপহার দিন।

অলংকার

উপহারের জিনিস দামি হতে হবে এমন না। মাকে একটু সাজানোর শখ তো থাকতেই পারে। সেজন্য মাকে অলংকার দেবেন। টুকটাক সাজসজ্জার মত কিছু মাকে উপহার দিন।

আরো পড়ুন: ফ্যাশনের সাধারণ কিছু ভুল

শাড়ি দেওয়া যায়

মা দিবসে মাকে শাড়ি উপহার দেওয়াটাই ভালো। বাঙালির ঐতিহ্যের হিসেবে অনেক মা খুব খুশি হন শাড়ি পেলে।

ফটো অ্যালবাম

মায়ের সঙ্গে নিজের সুন্দর মুহূর্তগুলো অ্যালবামে সাজিয়ে উপহার দিন। এই অ্যালবামের মাধ্যমে দেখা যাবে মা'র সঙ্গে আবার অতীতের গল্প করার সুযোগ মিলেছে। মা নিজেই বলতে শুরু করবেন হয়তো। মা দিবসে গল্প হোক মায়ের সঙ্গে।

এম/


 

মা দিবস উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন