মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

সমাবেশের অনুমতি পাবে দুই দল, নিবন্ধনহীনদের না: ডিবিপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তবে নিবন্ধনহীন কোনো রাজনৈতিক দলকে কোনো ধরনের সমাবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি। 

শুক্রবার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হারুন অর রশীদ।

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে তিনি বলেন, দুটি বড় রাজনৈতিক দলের মহাসমাবেশ রাজধানীতে হবে। তবে জননিরাপত্তা ও ঝুঁকির বিষয় বিবেচনা করেই কর্মসূচির অনুমতি দেবে ডিএমপি। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিরাপত্তা বিধানে কাজ করছেন বলেও জানান তিনি

হারুন বলেন,  নিবন্ধনহীন কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে না। সে দলের কোনো নেতাকর্মী মাঠে নামলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: 

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে হারুন অর রশিদ বলেন, নির্দিষ্ট কোনো দলের লোকদের গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের রুটিন ওয়ার্ক করছে। শুধু সমাবেশকে কেন্দ্র করেই নয়, সবসময়ই ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে ঘিরে নাশকতার কোনো তথ্য নেই জানিয়ে হারুন বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি নিয়ে নানা ধরণের বক্তব্য দিয়ে থাকে। তবে যেকোনো  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

এসকে/ 

বিএনপি আওয়ামী লীগ অনুমতি সমাবেশ নিবন্ধনহীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন