বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

সেনকাকু দ্বীপপুঞ্জে চীনা কোস্ট গার্ডের বেআইনি উপস্থিতি; শঙ্কায় জাপান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত মার্চ মাস থেকে ওকিনাওয়া প্রিফেকচারের ইশিগাকির সেনকাকু দ্বীপপুঞ্জের আশেপাশে জাপানের আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে চীন কোস্ট গার্ড (সিসিজি)।

জাপান কোস্ট গার্ড অবশ্য এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে এবং নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

এআইএস হল একটি রেডিও ডিভাইস যা স্বয়ংক্রিয়ভাবে একটি জাহাজের অবস্থান, গতি এবং আরও অনেক কিছু সম্পর্কে তথ্য প্রেরণ এবং গ্রহণ করে। সমুদ্রে জীবনের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক কনভেনশনের অধীনে, সমস্ত যাত্রীবাহী জাহাজ এবং আন্তর্জাতিক সমুদ্রযাত্রায় নিয়োজিত অন্যান্য জাহাজগুলোকে এই সরঞ্জামগুলো বহন করতে হয়। তাছাড়া রেডিও ট্রান্সমিশন আশেপাশের জাহাজ এবং স্যাটেলাইট দ্বারা গৃহীত হয়, এবং সমুদ্র এলাকায় নিরাপদ ন্যাভিগেশন সুবিধার জন্য ব্যবহৃত হয়।

এআইএস তথ্য সর্বজনীনভাবে অনলাইনে উপলব্ধ এবং সহজেই মেরিন ট্রাফিক ওয়েবসাইটে চেক করা যেতে পারে। এ ওয়েবসাইট সারা বিশ্বে জাহাজ পরিচালনার জন্য তথ্য প্রদান করে।

চীন কোস্ট গার্ড জাহাজগুলো গত মার্চ মাস থেকে সেনকাকু দ্বীপপুঞ্জের চারপাশে আঞ্চলিক জলসীমা এবং সংলগ্ন অঞ্চলে - ২২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সমুদ্রের ব্যান্ড - এআইএস ডিভাইসগুলো পরিচালনা করছে।

এদের জাহাজগুলো চারটি বহরে যাত্রা করে। এরকমই একটি জাহাজ নং ১৩০২ গত ১৬ মে সংলগ্ন অঞ্চলে প্রবেশ করে। এটি ২০ ও ২১ মে জাপানের আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশ করে।

আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে চীনা জাহাজটি একটি জাপানি মাছ ধরার জাহাজকে ট্র্যাক করছে বলে ধারণা করা হচ্ছে।

বিপরীতে, জাপান কোস্ট গার্ড টহল জাহাজ চীনা জাহাজকে এলাকা ছেড়ে যেতে বলে এবং তারা তাদের এআইএস সরঞ্জামগুলো ব্যবহার করেনি।

আরো পড়ুন: মাইক্রোচিপসের উপর চীনা নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র

পূর্বে ২০১৮ সালে এআইএস তথ্য প্রেরণ করেছিল চীন। এতবছর পর আবার এআইএস এর ব্যবহার নিয়ে ধারণা করা হচ্ছে যে, চীন সেনকাকু দ্বীপপুঞ্জের বিরোধের ব্যাপারে কোন পরিকল্পনা করছে।

তবে সেনকাকু দ্বীপপুঞ্জের উপর জাপানের অধিকার বজায় রয়েছে এ বিষয়টি আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করার জন্য জাপান সরকারকে আরো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এম এইচ ডি/আইকেজে 

সেনকাকু দ্বীপপুঞ্জ চীন কোস্ট গার্ড জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন