মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

হাত মেলাতে গিয়ে একি অভিজ্ঞতা হলো শাহরুখের!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চলতি বছরে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি দিয়ে বাজিমাত করেছেন শাহরুখ। বছরের শেষে আরও একবার তার চমক দেখার অপেক্ষায় ভক্তরা। কারণ চলতি সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সম্রাটের নতুন ছবি ‘ডাঙ্কি’। 

বর্তমানে বলিউড বাদশা ব্যস্ত নতুন ছবির প্রচারে। রোববার (১৭ই ডিসেম্বর) দুবাইয়ে ছবির প্রচার চালিয়েছেন তিনি। সেখানে এক অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয়েছে তাকে।

ভালোই চলছিল প্রচার। ছবির গানের পাশাপাশি ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানেও নাচতে দেখা গেল শাহরুখকে। অনুষ্ঠানের এক ফাঁকে মঞ্চ থেকে নিচে দাঁড়ানো অনুরাগীদের সঙ্গে হাত মেলাতে শুরু করেন তিনি। 

সামনে থেকে সুপারস্টারের সঙ্গে হাত মেলানোর সুযোগ ছাড়তে চাননি কেউই। একজন অনুরাগী হাত মেলানোর পর শাহরুখের হাত ছাড়তে চাননি। 

বিষয়টি নজরে আসতেই দ্রুত শাহরুখকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেন তার ব্যক্তিগত দুই দেহরক্ষী। যদিও এ ঘটনার পরও শাহরুখকে বিচলিত হতে দেখা যায়নি। তারপরও হাত মেলানো চালিয়ে যান। পরে উপস্থিত দর্শকদের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় তাকে।

পুরো বিষয়টি ধরা পড়েছে ভিডিওতে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কেউ কেউ যেমন ওই অনুরাগীকে ‘ভাগ্যবান’ বলে উল্লেখ করেছেন, তেমনই কেউ আবার এ ঘটনার নিন্দা করেছেন।

আরো পড়ুন: যে কারণে রজনীকান্তের সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ

একজন লিখেছেন, এটা কী রকমের অসভ্যতা, বুঝলাম না! আরে ভাই, আপনি তার হাতটা তো ছাড়ুন। আবার কারও মতে, এ ধরনের আচরণ শাহরুখকে কোনো দুর্ঘটনার মধ্যে ঠেলে দিতে পারত।

দুবাইয়ে ছবির প্রচার করতে গিয়ে ‘ডাঙ্কি’কে নিজের জন্য তৈরি ছবি হিসেবে উল্লেখ করেছেন শাহরুখ। তিনি বলেন, ‘জওয়ান’ তৈরির পর মনে হলো ছবিটা নতুন প্রজন্মের কথা ভেবে তৈরি করেছি, নিজের জন্য কিছুই রাখলাম না। 

তারপর আমি ‘ডাঙ্কি’ করলাম। এ ছবি যে তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে নিয়েছে, সে কথাও স্পষ্ট করেছেন শাহরুখ।

এসি/ আই. কে. জে/ 

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন