বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

জাপানে ভূমিকম্প

ভূমিকম্পের পাঁচদিন পর জীবিত উদ্ধার ৯০ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচদিন পর জাপানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (৬ই জানুয়ারি) ওই বৃদ্ধাকে ইশিকাওয়ার সুজু সিটির একটি দোতালা ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়। ভূমিকম্প সংঘটিত হওয়ার ১২৪ ঘণ্টা পর তাকে জীবিত অবস্থায় পান উদ্ধারকারীরা। এরপর তাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক চিকিৎসক রোববার (৭ই জানুয়ারি) জানিয়েছেন, ওই নারী বেশ ভালোই আছেন। তিনি কথা বলতে পারছেন। তবে তার পা আঘাতপ্রাপ্ত হয়েছে। উদ্ধারকারী দলের সদস্য কুমে তাকানোরি গণমাধ্যমকে জানিয়েছেন, ওই নারীর হাঁটু ঘরের ফার্নিচারে আটকে ছিল। তিনি যেখানে আটকে ছিলেন সেখানে উপরের ছাদ  নিচ তলার মেঝের ওপর ধসে পড়েছিল। তাকে উদ্ধার করতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

আরো পড়ুন: ৭২ ঘণ্টা পর ৮০ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

গত পহেলা জানুয়ারি জাপানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে জাপান ছাড়াও সুদূর রাশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। ভবন ধসে পড়ায় কয়েক হাজার মানুষকে সেখান থেকে বাধ্য হয়ে সরে যেতে হয়েছে। এছাড়া অনেক অবকাঠামো পুড়েও গেছে।

জাপানের সরকারি তথ্য অনুযায়ী, শক্তিশালী ওই ভূমিকম্পে ১২৬ জনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম তিনদিনকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। যারা ভবন বা অন্য কিছুর নিচে আটকা পড়েন তাদের এ সময়ের মধ্যে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তিনদিন পেরিয়ে গেলে আটকা পড়াদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

সূত্র: সিএনএন

এইচআ/আই.কে.জে

নারী জাপান ভূমিকম্প জীবিত উদ্ধার এনএইচকে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন