বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

শাহরুখ বন্দনার ৩১, বললেন জার্নিটা ভালোই ছিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

অভিনয় কপালে না জুটলেও সিনেমার কোনো একটি কাজ পেতে মরিয়া সেই যুবকই কিনা বলিউডে কাটিয়ে দিলেন ৩১ বছর। তাও আবার যেনতেনভাবে নয়, রীতিমত ‘বাদশাহ’ হয়ে নিজেকে এবং হিন্দি সিনেমাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তিন দশকের বেশি সময় পাড়ি দেওয়া বাদশাহ শাহরুখ খান বলেছেন, যাত্রাটা তার ভালোই ছিল।

এছাড়া মানুষকে বিনোদন দিতে পারাটাই ক্যারিয়ারের মূল ‘অর্জন’ বলেও মনে করেন শাহরুখ।

টুইটারে ‘আস্কএসআরকে’ সেশনে প্রতিমাসেই শাহরুখকে পান তার ভক্তরা। সেখানে ভক্তদের সঙ্গে দারুণ আড্ডা হয় তার। আর আড্ডার বেশিরভাগটা জুড়েই থাকে মজার সব কথা। এমনকি ভক্তদের সিরিয়ায়স বা গুরুগম্ভীর কোনো প্রশ্নতেও শাহরুখকে হাসিঠাট্টার মেজাজেই পাওয়া যায়।  

আরো পড়ুন: নতুন পরিচয়ে নোরা ফাতেহি

পিংকভিলা জানিয়েছে, অন্যসময় ১৫ বা ২০ মিনিট সেশন চালালেও ক্যারিয়ারের ৩১তম বার্ষিকীতে শাহরুখ টুইটারে চ্যাট করেছেন ৩১ মিনিটি।

‘কৌতুকপ্রিয়’ শাহরুখ শুরুতেই লিখেছেন, “বাহ, মাত্রই বুঝতে পেরেছি ‘দিওয়ানা’ হিট হওয়ার পর ৩১ বছর পার হয়ে গেছে। পুরো যাত্রা ভালোই ছিল। সবাইকে ধন্যবাদ। এখন আমরা কি ৩১ মিনিটের জন্য ‘আস্কএসআরকে’ করতে পারি?”

এরপর মন্তব্যের ঘরে ‘শাহরুখ বন্দনা’ আর শুভেচ্ছার বন্যা বইতে থাকে। তবে অনেকেরই প্রশ্ন ছিল ‘পাঠান’ তারকার আগামী সিনেমা ‘জওয়ান’ এর টিজার আসবে কবে?

উত্তরে শাহরুখ বলেন, “…চিন্তা করবেন না…যেটার কথা বলছেন (টিজার) সেটি একটি ভালো জায়গায় সুখেই আছে।”

শাহরুখের ক্যারিয়ার শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ দিয়ে, তখন নাম ছিল আব্দুর রহমান। পরে আসেন সিনেমায়। ৫৭ বছর বয়সী এই মহাতারকাকে তিন দশক আগে ‘দিওয়ানা’ সিনেমায় প্রথম দেখা যায় বড় পর্দায়।

১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন দিব্যা ভারতী। এক ভক্ত ‘দিওয়ানা’ নিয়ে জানতে চান যে, ওই সিনেমার শুটিংয়ের কোন ব্যাপারটি শাহরুখ এখনও মনে রেখেছেন।

এসি/আইকেজে /


শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন