ছবি: সংগৃহীত
খুব অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘সব ধোঁয়াশা কেটে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কালো মেঘ দূর হবে, ঘাতকের বিচার হবে, দেশের পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে। আমরা মনে করি, আগামীকাল ১৩ই জুন ব্রিটেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হবে, সেখান থেকেই এ বার্তা বাংলাদেশের মানুষ পাবে। আমরা বলব, এটি শীর্ষ নেতাদের একটি বৈঠক।’
আজ বৃহস্পতিবার (১২ই জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না।, অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হারিয়েছে হাজার হাজার মানুষ। গুম হয়েছে হাজার হাজার মানুষ। আমাদের পক্ষে ঢাকায় বসে সবার খোঁজখবর নেয়া সম্ভব না। আপনারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দুঃখ-কষ্টের কথা বলবেন। তাদের মাধ্যমে আপনাদের কথাগুলো আমাদের সামনে আসবে।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন