বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

সুন্দরবনে মাঝরাতে পর্যটক অসুস্থ, ছুটে গেলো কোস্ট গার্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ যাত্রীর চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৫ই ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত ১৩ই ডিসেম্বর একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তারপর ১৪ই ডিসেম্বর মধ্যরাতে কটকায় অবস্থানকালে জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তারের (স্বামী ডা. ফেরদৌস রহমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর) শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী থেকে একটি মেডিকেল টিম, প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন সিলিন্ডারসহ ওই পর্যটকবাহী জাহাজে যায়। মেডিকেল টিমের চিকিৎসা সহায়তায় রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সবাই বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুনিফ তকি বলেন, ট্যুরিস্ট সিজনে সাধারণত এ ধরনের জাহাজগুলো সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহিন এলাকায় যায়। ওই এলাকাগুলোয় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত দুরূহ বিষয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ওআ/কেবি

কোস্ট গার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন